বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরের ঢাকা পর্বে টস জয় মানেই ম্যাচ জয়, এমন উক্তি প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। মানে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়ে লক্ষ্য তাড়া করে ম্যাচে সফলতা নিশ্চিত করেছে সবগুলো দল। তবে সেই প্রতিষ্ঠিত হতে যাওয়া উক্তি উবে গেলো সিলেট পর্বের প্রথম দিনেই। এই দিনের দুটি খেলাতেই জিতেছে আগে ব্যাট করা দল।
শনিবার (২৭ জানুয়ার) সিলেটে টুর্নামেন্টের ১১তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। তবে এই ম্যাচেও ঢাকা পর্বের সেই ধারাই বহাল রাখলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি।
টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছে চট্টগ্রাম। এর আগের তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে তারা। দুই জয়ের মাঝখানে স্যান্ডউইচ হয়ে আছে একটি হার।
অপরদিকে বরিশাল সমান ম্যাচ খেলে শেষ দুটিতে হেরেছে। নিজেদের উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের পর খুলনা টাইগার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হার হজম করতে হয়েছে তাদের।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: আভিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, ইমরানউজ্জামান (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খান
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইয়ানিক ক্যারিয়াহ, তাইজুল ইসলাম, দুনিথ ওয়েলালাগে, আব্বাস আফ্রিদি ও কামরুল ইসলাম রাব্বি।
নয়া শতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ