ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

দুবাই উড়াল দিলেন শোয়েব মালিক

প্রকাশনার সময়: ২৫ জানুয়ারি ২০২৪, ১১:০৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪, ১১:৩৫

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক বর্তমানে গণমাধ্যমে বেশ আলোচনায় রয়েছেন। ব্যক্তিগত কারণেই এখন নিয়মিত শিরোনাম হচ্ছেন এই অলরাউন্ডার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে ফরচুন বরিশালের হয়ে খেলছেন তিনি।

তবে বিপিএলের মাঝেই ব্যক্তিগত কারণে দুবাই গেছেন পাকিস্তানের অভিজ্ঞ এই ক্রিকেটার। জানা গেছে সিলেট পর্বের মাঝেই আবারও ফিরবেন তিনি। বরিশাল ফ্র্যাঞ্চাইজি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিপিএলের ঢাকা পর্বে মোট তিনটি ম্যাচ খেলেছে বরিশাল। তিন ম্যাচের তিনটিতেই খেলেছিলেন তিনি। তবে ৪১ বছর বয়সী অলরাউন্ডারের ব্যাট সেভাবে হাসেনি। তার ব্যাট থেকে যথাক্রমে অপরাজিত ১৭, ৫ ও ৭ রানের ইনিংস এসেছে।

হুট করে বিপিএল ছেড়ে গেলেও শোয়েব সিলেট পর্বে ফরচুন বরিশাল শিবিরে যোগ দেবেন বলে জানা গেছে। বরিশালের সিলেট পর্বের প্রথম ম্যাচ আগামী ২৭ জানুয়ারি।

শোয়েব মালিক বিপিএল ছাড়ার আগে তাকে সুযোগ দেয়ায় সকলকে ধন্যবাদ দিয়েছেন, ‘আমি এখানে সুযোগ পাওয়ার পর প্রতিটি রানই আমার জন্য স্মরণীয়। সেজন্য আমি কোচিং স্টাফকে ধন্যবাদ দিতে চাই। এগুলো আমার জন্য বিশেষ মুহূর্ত। আমি যেহেতু এখনও ক্রিকেট খেলছি, সেজন্য এখনও আমার ওপর মানুষের চোখ আছে।’

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ