উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকার কাছে হেরে বিপিএলের দশম আসর শুরু করে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাই আজ দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের খোঁজে বরিশালের বিপক্ষে মাঠ নেমেছে সালাউদ্দিনের শিষ্যরা।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আগের ম্যাচে তিন বিদেশি খেলোয়াড় নিয়ে মাঠে নেমেছিল তারা। তবে এ ম্যাচে কুমিল্লার একাদশে নতুন সংযোজন মোহাম্মদ রিজওয়ান।
অন্যদিকে, দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বরিশাল। রবিকুল ইসলাম ও ইব্রাহিম জাদরানকে বসিয়ে একাদশে সুযোগ দেওয়া হয়েছে আব্বাস আফ্রিদি ও প্রীতম কুমারকে।
ফরচুন বরিশাল একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৈয়দ খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ, প্রীতম কুমার, শোয়েব মালিক, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ইমরান, দুনিথ ওয়েলালাগেকুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ:
লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মোহাম্মদ রিজওয়ান, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, রোস্টন চেস, খুশদীল শাহ ও ম্যাথু ওয়াল্টার ফোর্ড।নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ