ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

বাবরকে নিয়েই ফিল্ডিংয়ে সাকিবহীন রংপুর

প্রকাশনার সময়: ২৩ জানুয়ারি ২০২৪, ১৩:১৮

হার দিয়েই বিপিএলের দশম আসর শুরু করেছে গতবারের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে উভয় দল।

মিরপুরে সেই লক্ষ্যে মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে টস জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান।

এদিকে চোখের সমস্যার কারণে এই ম্যাচে খেলছেন না তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তবে একাদশে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।

অন্যদিকে, একাদশে পরিবর্তন এনেছে সিলেটও। হ্যারি টেক্টরের জায়গায় লঙ্কান স্পিনার দুশান হেমন্থকে সুযোগ দিচ্ছে তারা।

সিলেট স্ট্রাইকার্স একাদশ:

মাশরাফি বিন মর্তুজা ( অধিনায়ক), নাজমুল হোসাইন শান্ত, মোহাম্মদ মিঠুন, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, নাজমুল ইসলাম অপু, রিচার্ড এনগারাভা, বেনি হাওয়েল, বেন কাটিং ও দুশান হেমন্থ।

রংপুর রাইডার্স একাদশ:

নুরুল হাসান সোহান (অধিনায়ক), বাবর আজম, শেখ মাহেদী, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম পাটোয়ারী, হাসান মুরাদ, আবু হায়দার রনি, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই ও ব্রান্ডন কিং।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ