ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

খুলনার সামনে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বরিশাল

প্রকাশনার সময়: ২২ জানুয়ারি ২০২৪, ২০:১৪ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ২০:২২

জয় দিয়েই বিপিএলের দশম আসর শুরু করেছে ফরচুর বরিশাল ও খুলনা টাইগার্স। টানা দ্বিতীয় জয়ের খোঁজে খেলতে নেমে খুলনাকে ১৮৮ রানের বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বরিশাল। এখন পর্যন্ত হওয়া পাঁচটিতে পরে ব্যাট করা দল জয় পেলেও, দেখার বিষয়- খুলনা এই ম্যাচে জয় পায় কিনা!

মিরপুরে সোমবার (২২ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফরচুন বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় খুলনা টাইগার্স।

তবে আগে ব্যাট করতে নেমে শুরুটা তেমন একটা ভালো করতে পারেনি তামিমের দল। নিজে ৪০ রান করে আউট হলেও তার সঙ্গী ইব্রাহিম জাদরান আউট হন শুরুতেই, মাত্র ১১ রান করে। দলীয় রান তখন ১৪। এরপর অবশ্য সৌম্যকে নিয়ে ৪৬ রান এবং মুশফিকের সঙ্গে ৫৭ রানের দুটি অনবদ্য জুটি গড়েন অধিনায়ক।

তামিমের ৩৩ বলের ওই ইনিংসে ছিল পাঁচটি দারুন চারের মার। এর আগেই সৌম্য আউট হন ১০ বলে ১৭ করে। তৃতীয় উইকেট হিসেবে তামিম ১৪তম ওভারে দলীয় ১১৭ রানের মাথায় আউট হলেও, ৩২ বলে দুর্দান্ত এক ফিফটি আদায় করেন মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম।

শুধু তা-ই নয়, দুই ভায়রা মিলে ৫৪ রানের জুটি গড়ে দলের স্কোরকে নিয়ে যান চ্যালেঞ্জিং পর্যায়ে। এর মাঝে ১৯ বলে দুটি করে চার-ছয় মেরে বড় ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ২৭ রানে আউট হলেও, মুশফিক অপরাজিত থাকেন ৬৮ রানে। তার ৩৯ বলের ইনিংসে ছিল পাঁচটি চার ও ৪টি ছয়ের মার।

তাকে পঞ্চম উইকেটে সঙ্গ দেওয়া আলোচিত পাক তারকা শোয়েব মালিক অপরাজিত থাকেন ৫ রানে। যাতে ৪ উইকেট হারানো বরিশাল পৌঁছে যায় ১৮৭ রানে।

ফরচুন বরিশাল একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ ইমরান, দুনিথ ওয়েল্লালাগে।

খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), ইভেন লুইস, শাই হোপ, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান সোহান, ফাহিম আশরাফ, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও ওশানে থমাস।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ