ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

নতুন বিয়ের পরই যে ‘সুখবর’ দিলেন শোয়েব

প্রকাশনার সময়: ২২ জানুয়ারি ২০২৪, ১৬:৫২

টেনিস তারকা সানিয়া মির্জা ও পাক ক্রিকেটার শোয়েব মালিকের মধ্যে বিচ্ছেদ নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটে শনিবার (২০ জানুয়ারি) সকালে। এদিন নিজের তৃতীয় বিয়ের ঘোষণা করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

তৃতীয়বারের জন্য জীবনের ২২ গজে নতুন ইনিংস শুরু করেন পাক তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বিয়ের ছবি প্রকাশ করে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করার খবর জানিয়েছেন শোয়েব মালিক।

বিয়ের সাজে সানার সঙ্গে দাঁড়িয়ে তোলা যুগল ছবিটি পোস্ট করে পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করেছেন পাকিস্তানি অলরাউন্ডার, ‘আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’

এই পোস্টের ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই সুখবর দিলেন শোয়েব মালিক। ইনস্টাগ্রামে নিজেই সেই সুখবর শেয়ার করেন পাক তারকা।

শোয়েব মালিকের এই সুখবর অবশ্য ক্রিকেট মাঠের। শোয়েব মালিক বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে খেলছেন। রংপুর রাইডার্সের বিপক্ষে এক অনন্য রেকর্ডের মালিক হলেন পাক তারকা।

ক্রিস গেইলের পর বিশ্বের দ্বিতীয় ও এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে টি-২০ ক্রিকেটে ১৩ হাজার রানের মালিক হলেন শোয়েব। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দেওয়ার পর ভক্তরাও তাকে শুভেচ্ছা জানান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১২৪ ম্যাচে ২৪৩৫ রান করেছেন শোয়েব মালিক। তিনি ২০০৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ২০২১ সালে ২০ নভেম্বরের পর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি শোয়েব মালিক।

তবে বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ খেলে চলেছেন এই পাক তারকা। রোববার ফরচুন বরিশালের বিপক্ষে ১৮ বলে ১৭ রানের ইনিংস খেলে সবধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ১৩ হাজার রানের মাইলস্টোন পেরিয়ে গেলেন শোয়েব মালিক।

যদিও জয়ের মুখ দেখেনি তার দল রংপুর রাইডার্স।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ