ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

ক্রুসপুল-শুক্কুরের ব্যাটে লড়াকু পুঁজি ঢাকার

প্রকাশনার সময়: ২২ জানুয়ারি ২০২৪, ১৫:৪০ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ১৫:৫৭

জয়ে শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচটায় ভালো করতে পারেনি দুর্দান্ত ঢাকা। যদিও টপ ও মিডল অর্ডারের ব্যর্থতার পর লড়েছেন লাসিথ ক্রুসপুল ও ইরফান শুক্কুর। দুজনের ব্যাটিংয়েই মূলত লড়াই করার মতো একটা সংগ্রহ পেয়েছে মোসাদ্দেকের দল।

সোমবার (২২ জানুয়ারি) বিপিএলের পঞ্চম ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে দুর্দান্ত ঢাকা। যদিও নামের প্রতি সুবিচার করতে পারেনি দলটির ব্যাটাররা।

আগে ব্যাট করতে নামা ঢাকা শুরুতেই হারায় দানুশকা গুনাথিলাকাকে। রিটায়ার্ড হার্ট হয়ে তিনি মাঠ ছাড়ার পর বাকিরাও থাকেন আসা-যাওয়ার মিছিলে। ৮ রান করে বিদায় নেন নাঈম শেখ। তিনে নামা সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৯ রান। অধিনায়ক মোসাদ্দেক উইকেট হারান শূন্য রানেই। ১১ রান করে উইকেট হারান পাঁচে নামা অ্যালেক্স রস।

৩৩ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ঢাকাকে খেলায় ফেরান ইরফান শুক্কুর ও লাসিথ ক্রুসপুল। ৫ম উইকেটে জুটি গড়ে দলের হাল ধরেন দুজনে। তাদের ৭৮ রানের জুটিতেই মূলত শতরান পার করে রাজধানীর দলটি।

দারুণ ছন্দে থাকা ক্রুসপুল ৪৬ রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি। ৩১ বলে খেলা তার ইনিংসটি সাজানো ছিল ৩টি চার ও দুই ছক্কায়। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি ইরফানও। ২৬ বলে ২৭ রান করে ফেরেন সাজঘরে। শেষদিকে তাসকিন আহমেদের ৮ বলে ১৫ রানের ক্যামিওতে ওই লড়াকু পুঁজি পায় ঢাকা।

চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন আল-আমিন হোসাইন ও বিলাল খান। একটি করে ‍উইকেট নেন শুভাগত হোম, নিহাদুজ্জামান ও কার্টিস ক্যাম্ফার।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ