সম্প্রতি ফিফা দ্য বেস্টের শিরোপা জিতেছেন লিওনেল মেসি। যা তার ক্যারিয়ারে তৃতীয় শিরোপা। এর আগে গত বছর অষ্টম বারের মতো ব্যালন ডি'অর জিতেছেন তিনি। মেসির এ দুই পুরস্কার জয়ের পথে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ট্রেবলজয়ী ম্যানসিটি তারকা আর্লিং হালান্ড। কিন্তু তাকে টপকে পুরস্কারগুলো জিতে নেন মেসি। এরপর থেকেই এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ইউরোপ ছেড়ে সৌদিতে পা রাখা পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।
পর্তুগালের ক্রীড়া দৈনিক রেকর্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, আমি মনে করি, এই পুরস্কারগুলো বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। আমাদের পুরো মৌসুম বিশ্লেষণ করতে হবে।
রোনালদো এখানেই থামেননি। তিনি আরও বলেন, এর মানে এই না যে মেসি অথবা হলান্ড কিংবা এমবাপ্পে এই পুরস্কারের যোগ্য না। আমি এসব পুরস্কারেই আর বিশ্বাস করি না।
এদিন অবশ্য নিজের সাফাই গাইতেও ভুল করেননি সিআরসেভেন, আমি গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতেছি বলেই এমনটা বলছি তা নয়। আমাদেরকে সংখ্যার দিকে তাকাতে হবে কারণ সংখ্যা কখনোই ধোকা দেয় না। আমি ৫৪টি গোল করেছি এবং এটাই সত্য। তাই তারা চাইলেও আমার কাছে থেকে ট্রফি ছিনিয়ে নিতে পারবে না।
প্রসঙ্গত, শুক্রবার দুবাইতে গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনটি পুরস্কার জিতেছেন পর্তুগিজ সুপার স্টার। দুবাইভিত্তিক গ্লোব সকার অ্যাওয়ার্ড চালু হয়েছে ২০১১ সালে। এরপর থেকে মোট ৬বার এই পুরস্কার পেয়েছেন রোনালদো। তিনিই একমাত্র ফুটবলার যিনি একাধিকবার এই পুরস্কার জিতেছেন। এবার সেরা ফুটবলারের খেতাব না পেলেও সর্বোচ্চ পুরস্কারের জন্য ম্যারাডোনা অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। এছাড়াও ফ্যানস চয়েজ এবং মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন রোনালদো।
নয়া শতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ