ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বোর্নমাউথকে উড়িয়ে শীর্ষ অবস্থানে লিভারপুল

প্রকাশনার সময়: ২২ জানুয়ারি ২০২৪, ০৮:১৬

লিভারপুলকে প্রথমার্ধে চেনা ছন্দে দেখা না গেলেও বিরতির পর পাল্টে ফেলে মাঠের চিত্র। দুর্দান্ত আক্রমণে একের পর এক গোল করতে থাকে শানিয়ে। প্রতিপক্ষ বোর্নমাউথকে পরাজিত করে লিগ তালিকার শীর্ষে জায়গা করে নেয় ইয়ুর্গেন ক্লবের দলটি। রোববার (২১ জানুয়ারি) রাতে প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে ৪-০ গোলে জয় লাভ করে লিভারপুল। দারউইন নুনেস দলকে জয়ের দিকে ধাবিত করার পর দিয়োগো জটা দুটি গোল করেন। শেষ মুহূর্তে আবারও গোল করেন সেই নুনেস।

ম্যাচটিতে নিজেদের গুছিয়ে নিতে কিছুটা সময় লেগেছে দুই দলেরই। প্রথম ২০ মিনিটের দিকে মাঝ মাঠেই বেশি বল ছিল। ১৯ মিনিটের দিকে গোলবারের দিকে প্রথম কোনো শটের দেখা মিলে। শটটি করেন লিভারপুলের আলেক্সিস মাক আলিস্তের। প্রথমার্ধের বাকি সময় মাঠে কিছুটা উত্তেজনা দেখা গেলেও নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

দ্বিতীয়ার্ধ শুরুর পরই গোল পায় লিভারপুল। ৪৯তম মিনিটে মাঝমাঠ থেকে প্রতিপক্ষের পা থেকে বল নিয়ে লং ক্রস দিয়ে আক্রমণ করে। তারপর কার্টিস জোন্স ও জটার ওয়ান-টাচ পাসে বল চলে যায় ডি-বক্সে। সেখান থেকে ঠান্ডা মাথায় নুনেস শট করলে বল চলে যায় সোজা লক্ষ্যে।

লিভারপুল এক গোলের ব্যবধান গড়ার কয়েক মিনিট পরই সুযোগ পায় বোর্নমাউথ। কিন্তু তাদের ডাচ ফরোয়ার্ড জাস্নি ক্লাইভার্টের শট ভার্জিল ফন ডাইকের পায়ে লাগলে স্বপ্ন ভেঙে যায়। গোল হয় না। ৭০ মিনিটের দিকে ফের গোল করে লিভারফুল। বোর্নমাউথের সীমানায় তাদের থেকে বল নিয়ে নেয় নুনেস। যদিও তিনি বেশি দূর যেতে পারেননি। তবে ওই সময় কোডি হাকপো এগিয়ে এসে বল বাড়ান জটাকে। তিনি কোনাকুনি শটে গোল করেন।

বোর্নমাউথের জয় পাওয়ার আশা অনেকটাই শেষ প্রায়। ৭৯তম তম মিনিটে ডান দিক থেকে কনর ব্র্যাডলির পাস ডি-বক্সে পাওয়ার পর শট করেন জটা। প্রতিপক্ষের একজনের পিঠে বল লেগে ফিরে আসে। তবে আশাহত হননি জটা। এবার ফেরত আসা বল নিয়ে কোনাকুনি শটে লক্ষ্যে মারেন তিনি। তার এই গোলে জয়ের ব্যবধান বাড়ে লিভারপুলের।

এদিকে নির্ধারিত সময়ের শেষ মিনিটে আক্রমণের সুযোগ পাওয়ার পরও সেটি হারায় বোর্নমাউথ। ওয়ান-অন-ওয়ানে ডেভিড ব্রকস গোলের জন্য শট করেও ব্যর্থ হন। আর যোগ করা অতিরিক্ত আট মিনিটের তৃতীয় মিনিটে ফের সুযোগ পান লিভারপুলের নুনেস। ডান দিক থেকে সতীর্থের ক্রস বক্সে পাওয়ার পর হালকা শটেইগোল পেয়ে যান তিনি। এতে ৪-০ গোলে জয় পায় লিভারপুল।

উল্লেখ্য, ২১ ম্যাচে ১৪ জয় ও ৬ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট দাঁড়ালো ৪৮-এ। আর ২০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে বোর্নমাউথ।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ