ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
বিপিএলের ১০ম আসর

টার্গেটে ব্যাট করলেই মিলছে জয়!

প্রকাশনার সময়: ২১ জানুয়ারি ২০২৪, ১৫:৩৮ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪, ১৪:০৫

শুরু না হতেই শেষ হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের ঢাকার প্রথম পর্ব। এই পর্বেই উত্তেজনার পারদ চড়িয়ে জমে উঠেছে এবারের আসর। কি হয়নি এই পর্বে! প্রথম হ্যাটিট্রিক, দুরন্ত সব ফিফটি- মারকাটারি চার-ছক্কা তো ছিলোই।

তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় এসেছে টার্গেটে ব্যাটিংয়ে জয়! ঢাকা পর্বের ৮টি ম্যাচেই দেখা গেছে এমন চিত্র। পরে ব্যাট করা দলগুলোই জয় নিয়ে মাঠ ছেড়েছে ৮টি ম্যাচেই।

শুক্রবার (১৯ জানুয়ারি) উদ্বোধনী ম্যাচে মাঠে নামে বিপিএলের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দুর্দান্ত ঢাকা। ম্যাচে শক্তিশালী কুমিল্লাকে হারিয়ে ৫ উইকেটের জয় পায় মোসাদ্দক সৈকতের ঢাকা।

এরপর একে এক শেষ হয় বিপিএলের আরো ৭টি ম্যাচ। তবে অবাক করা বিষয় হচ্ছে- হোম অব ক্রিকেট মিরপুরে এখন পর্যন্ত হওয়া ৮টি ম্যাচেই জয় পাচ্ছে টার্গেটে বা পরে ব্যাট করা দলগুলো।

উদ্বোধনী ম্যাচে ঢাকার বিপক্ষে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে নাঈম শেখের ফিফটিতে ভর করে ৫ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় দুর্দান্ত ঢাকা।

অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ১৭৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় মাশরাফি-শান্তর দল। তবে জবাব দিতে নেমে শাহাদাত হোসাইন দিপু ও নজিবুল্লাহ জাদরানের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

শনিবার (২০ জানুয়ারি) চলতি আসরের দ্বিতীয় দিনে রংপুর রাইডার্সের মুখোমুখি হয় ফরচুন বরিশাল। এ ম্যাচে বরিশালকে ১৩৫ রানের মাঝারি টার্গেট দেয় সাকিব-সোহানের দল। আর এ ম্যাচেও টার্গেটে ব্যাট করতে নেমে জয়ের মুখ দেখতে পায় বরিশাল। ম্যাচে ৫ উইকেটে জয় পায় তারা।

দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে লড়াইয়ে নামে খুলনা টাইগার্স। তবে আগে ব্যাট করতে নেমে মোটে ১২১ রানের সংগ্রহ দাঁড় করাতে পারে চট্টগ্রাম। আর এবারও সবাইকে অবাক করে দিয়ে টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেটের জয় পায় খুলনা টাইগার্স।

শুধু তাই নয়, পরের চারটি ম্যাচেও এর ব্যত্যয় ঘটেনি। অর্থাৎ বিপিএলের দশম আসরে এ পর্যন্ত শেষ হওয়া ৮টি ম্যাচেই জয় পেয়েছে টার্গেটে ব্যাট করতে নামা দলগুলোই। যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

তাই প্রশ্ন উঠেছে, টার্গেটে ব্যাট করলেই কি শের-ই-বাংলায় মিলছে কাঙ্ক্ষিত জয়?

এদিকে, দুদিন বিরতি দিয়ে ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৯দিনে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। ঢাকা পর্বে দিনের ম্যাচে রান না উঠলেও, বিস্তর রান হয়েছে রাতের ম্যাচে। তবে সিলেট পর্বে এই পরিস্থিতি খানিকটা ভিন্ন হওয়ার প্রত্যাশা সবার। সিলেটের স্পোর্টিং উইকেট বিপিএলকে কতখানি উপভোগ্য করতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা।

সিলেট থেকে আবারও মিরপুরে ফিরবে বিপিএল। ঢাকার এই পর্বে আরও ৮টি ম্যাচ শেষে বিপিএল যাবে চট্টগ্রামে। সেখানে ১২টি ম্যাচ শেষে আবার ঢাকায় ফিরবে বিপিএল এবং এখানেই হবে এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ারসহ ফাইনাল ম্যাচ।

নয়া শতাব্দী/এমএস/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ