ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

এশিয়া কাপের প্রতিশোধ নিলো ভারত!

প্রকাশনার সময়: ২০ জানুয়ারি ২০২৪, ২১:৪৮ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৪, ২৩:০৬

এক মাস আগেই ভারতকে হারিয়ে এশিয়াকাপের ফাইনালে উঠে প্রথমবারের মতো শিরোপা জেতে টাইগার যুবারা। সেই ভারতের কাছে হেরেই বিশ্বকাপ যাত্রা শুরু করলো বাংলাদেশ। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বমঞ্চে রাব্বি-শিবলীদের ৮৪ রানে হারিয়ে এশিয়া কাপের বদলাই যেন নিলো ভারত!

শনিবার (২০ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে 'এ' গ্রুপের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সদ্য এশিয়া কাপ জেতা বাংলাদেশ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ে দলীয় ১৭ রানে প্রথম ও ৩১ রানে ভারতের দ্বিতীয় উইকেট তুলে নেয় টাইগাররা। তবে এরপরই প্রতিরোধ গড়েন আদর্শ সিং ও অধিনায়ক উদয় সাহারান।

তৃতীয় উইকেটে দুজনে গড়েন ১১৬ রানের দারুণ এক জুটি। যদিও কাছাকাছি সময়ে বিদায় নিতে হয় দুজনকেই। তার আগে অবশ্য অর্ধশতকের মাইলফলকে পা রাখেন উভয়েই। আদর্শ ৯৬ বলে ৭৬ ও উদয় ৯৪ বলে ৬৪ রান করে ফেরেন সাজঘরে। শেষদিকে ভারতের কেউই আর বড় ইনিংস খেলতে পারেননি।

তবে আরাভেলি অবিনাশের ১৭ বলে ২৩ ও শচীন দাসের ২০ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে লড়াকু সংগ্রহ পায় ভারত। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৫১ রান।

বাংলাদেশের পক্ষে পেসার মারুফ মৃধা একাই শিকার করেন পাঁচটি উইকেট। একটি করে উইকেট পান চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক রাব্বি।

জবাব দিতে নেমে শুরুটা ভালোই পেয়েছিল বাংলাদেশ। তবে ৭ম ওভারে দলীয় ৩৮ রানে হারাতে হয় প্রথম উইকেট। এক ওভার পরই শূন্য রানে বিদায় নেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। খেই হারিয়ে ফেলা বাংলাদেশ দলীয় ৫০ রানে চতুর্থ উইকেটও হারিয়ে ফেললে চাপ ভর করে বসে।

৫ম উইকেটে ৭৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন আরিফুল ইসলাম ও শিহাব জেমস। তবে আরিফুল ৭১ বলে ৪১ ও শিহাব ৭৭ বলে ৫৪ রান করে বিদায় নিলে জয়ের আশা ফিকে হয়ে যায়। শেষপর্যন্ত ৪৫.৫ ওভারে ১৬৭ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। ভারতের পক্ষে সোমি পাণ্ডে শিকার করেন চারটি উইকেট।

নয়া শতাব্দী/এসআর/ এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ