অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হওয়া এ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে টাইগার যুবারা।
সবশেষ যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াইটা জয় দিয়েই শুরু করতে চায় বাংলাদেশ। জয় দিয়ে শুরু করতে চায় প্রতিপক্ষ ভারতও।
বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি বলেন, আমরা আসলে বিশ্বকাপে ম্যাচ বাই ম্যাচ এগুতে চাই। গ্রুপে ভারত ছাড়াও আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মতো দল আছে।
প্রতিপক্ষ ভারত প্রসঙ্গে রাব্বি বলেন, আমার কাছে মনে হচ্ছে, ওরাও খুব ভালো দল। আমরা আমাদের সেরা খেলাটা খেলতে চাই। আর যতটা কম ভুল করা যায়।
বাংলাদেশের ম্যাচসহ যুব বিশ্বকাপের সবগুলো ম্যাচ অনলাইনে দেখা যাবে। আইসিসি টিভি ইউটিউব প্ল্যাটফর্মে বাংলাদেশসহ বিশ্বের ৭২টি দেশের দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন।
বাংলাদেশ একাদশ: আশিকুর রহমান শিবলী, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, রোহান-উদ-দৌলা বর্ষণ, ইকবাল হোসাইন ইমন ও মারুফ মৃধা।
ভারত একাদশ: আদর্শ সিংহ, আরশিন কুলকার্নি, মুশির খান, উদয় সাহারান (সি), শচীন দাস, প্রিয়াংশু মোলিয়া, আরাভেলি অবনীশ (কিপার), মুরুগান অভিষেক, রাজ লিম্বানি, নামান তিওয়ারি, স্বামী পান্ডে।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ