দশম বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। মিরপুর শেরে বাংলায় টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। টুর্নামেন্টে দুই দলেরই এটা প্রথম ম্যাচ।
এদিকে, আগে ব্যাট করতে নেমে শুরতেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছে সাকিব-সোহানের রংপুর রাইডার্স। বরিশাল বোলারদের তোপের মুখে মাত্র ১৫ রানে মধ্যেই সাজঘরে ফেরেন ব্রান্ডন কিং (০), রনি তালুকদার (৫) ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (২)।
এ অবস্থায় আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে দলকে টেনে তোলার কাজ করছেন অধিনায়ক নুরুল হাসান সোহান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩১। সোহান ১০ রানে এবং ওমরজাই ৬ রানে ক্রিজে আছেন।
রংপুর রাইডার্স একাদশ:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, রনি তালুকদার, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, হাসান মাহমুদ, হাসান মুরাদ, ব্রেন্ডন কিং, মোহাম্মদ নবি, আজমতুল্লাহ ওমরজাই ও সালমান ইরশাদ।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, খালেদ আহমেদ, রাকিবুল হাসান, শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, দুনিথ ভেল্লালাগে ও মোহাম্মদ ইমরান।নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ