অবশেষে দীর্ঘ দিন ধরে চলা গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হলো। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন জোরালো করে শেষ পর্যন্ত তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।
মালিকের তৃতীয় স্ত্রী হলেন- পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদ। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সানার সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেছেন শোয়েব নিজেই। সেখানে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ কুরআনের সুরা আন-নাবার ৮ নম্বর আয়াত তুলে ধরেছেন, যার অর্থ- ‘আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।’
অভিনেত্রী সানা জাভেদের অভিনয় জগতে বিচরণ ২০১২ সাল থেকে। শোয়েবের মতো এর আগে বিয়ে করেছিলেন সানা জাভেদও। সানা জাভেদের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়া শোয়েব এর আগে বিয়ে করেছেন আরও ২টি। আয়েশা সিদ্দিকীর পর ২০১২ সালে তিনি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন। আয়েশার সঙ্গে ডিভোর্স হলেও সানিয়ার সঙ্গে শোয়েবের ছাড়াছাড়ি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।
নয়া শতাব্দী/আরজে/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ