টুর্নামেন্ট শুরুর আগে বিদেশি খেলোয়াড়দের সবাই না আসার কথা জানিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সত্ত্বাধিকারী নাফিসা কামাল। প্রথম ম্যাচে তাই তার দলকে নামতে হলো দুই বিদেশি ছাড়াই। তবে সেই অস্বস্তিটা অনেকটাই পুষিয়ে দিয়েছে দেশি তারকারা।
মিরপুরে উদ্বোধনী ম্যাচেই ফিফটি হাঁকিয়েছেন ইমরুল কায়েস। এতে নেতৃত্ব হারানোর ব্যথা কিছুটা হলেও কমিয়ে নিয়েছেন বাঁহাতি ওপেনার। অন্যদিকে কুমিল্লাও পেয়েছে বেশ ভালো সংগ্রহ।
শুক্রবার (১৯ জানুয়ারি) হোম অব ক্রিকেটে বিপিএলের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ১৪৩ রান করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে এই সংগ্রহ জমা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
যদিও ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। নেতৃত্বের হাত বদল হওয়ায় কুমিল্লার অধিনায়ক হন লিটন। প্রথম ম্যাচটা স্মরণীয় করতে পারেননি জাতীয় দলের এই ওপেনার। ১৬ বলে ১৩ রান করে চতুরঙ্গ ডি সিলভার বলে ক্যাচ দেন তিনি।
এরপর বড় এক জুটি পায় কুমিল্লা। তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে হাল ধরেন কুমিল্লাকে অধিনায়ক হিসেবে তিনবার চ্যাম্পিয়ন করা ইমরুল কায়েস। ৪২ বলে পূর্ণ করেন ফিফটিও। হৃদয়ের সঙ্গে গড়েন ১০৭ রানের জুটি। ১৯তম ওভারে এসে এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। হৃদয় ফেরেন ৪১ বলে ৪৭ রান করে।
একই ওভারে উইকেট বিলিয়ে দেন ইমরুলও। তার ৫৬ বলে ৬৬ রানের ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ২টি ছক্কায়।
তবে এরপরই ম্যাচ জমিয়ে তোলেন শরিফুল ইসলাম। শেষ ওভারের প্রথম দুটি বলে দুটি ছক্কা হজম করলেও শেষ তিন বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ঢাকার এই পেসার। খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফেরান তিনি।
যার ফলে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রানের বেশি করতে পারেনি কুমিল্লা। ঢাকার হয়ে শরিফুল ২৭ রানে ৩টি এবং তাসকিন ৩০ রানে ২টি উইকেট লাভ করেন।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ