অবশেষে মাঠে গড়ালো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। ঘরোয়া এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
ফলে আগে ব্যাটিংয়ে নামতে হচ্ছে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।
শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি দুপুর আড়াইটায় মাঠে গড়ায়।
এদিকে এবার নেতৃত্বে বদল এসেছে কুমিল্লা শিবিরে। অন্যতম সফল অধিনায়ক ইমরুল কায়েসকে সরিয়ে লিটনের ওপর ভরসা রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিগের সবচেয়ে সফল দলের নেতৃত্ব পেয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন লিটন।
দেশি-বিদেশির সমন্বয়ে দারুণ দল। কোচ সালাহউদ্দিনের পরিকল্পনা আর মোস্তাফিজ-হৃদয়ের মতো পরীক্ষিত পারফরমারদের নিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন। উড়ন্ত শুরুরই লক্ষ্য কুমিল্লার।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন কুমার দাস বলেন, ‘সব দলই খুব ভালো। যে টিম ভালো খেলবে, তারাই জিতবে। আমি মনে করি, আমাদের টিমটা অনেক ব্যালেন্সড। যতগুলো খেলোয়াড় আছে, তারা সবাই ম্যাচ জেতানোর মতোন।’
অন্যদিকে, দুর্দান্ত ঢাকা, নামে-ভারে পিছিয়ে। তাসকিন-শরিফুল দলের বড় তারকা। বিদেশি রিক্রুটও নামিদামি নয়। মোসাদ্দেকের নেতৃত্বে দলীয় সমন্বয় ঢাকার মূলমন্ত্র।
দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশে দুটো বেস্ট বোলার আমাদের টিমে আছে। তাদের ওপর আমাদের অনেক আশা। তারা সেই আশার প্রতিদান দেবে— এটিই আশা।’
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিক হাসান, রোস্টন চেস, খুশদীল শাহ ও ম্যাথু ওয়াল্টার ফোর্ড।
দুর্দান্ত ঢাকা একাদশ: মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, সাইফ হাসান, ইরফান শুক্কর, নাঈম শেখ, চাতুরঙ্গা ডি সিলভা, ওসমান কাদির, ভানুকা গুনাথিলিকা, লাসিথ ক্রুসপুলি।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ