ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

২১ ম্যাচ পর হারলো রিয়াল!

প্রকাশনার সময়: ১৯ জানুয়ারি ২০২৪, ১১:১৩ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪, ১২:১৬

পিছিয়ে পড়েও আবার সমতায় ফেরা, এটা যেন রিয়াল মাদ্রিদের অলিখিত কোনো নিয়মেই পরিণত হয়েছে! গতকাল রাতে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে নির্ধারিত সময়ে দুইবার পিছিয়ে পড়ে দুবারই সমতা ফেরায় রিয়াল। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে অবশ্য আর পারেনি লস ব্লাঙ্কেসরা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোয় কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ এ সমতা ছিল। অতিরিক্ত সময় শেষে ৪-২ ব্যবধানে জিতেছে দিয়েগো সিমেওনের দল। কার্লো আনচেলত্তির দলের অপরাজেয় যাত্রা থামিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠল অ্যাতলেটিকো।

স্যামুয়েল দিয়াস লিনোর গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল অ্যাতলেটিকো। তবে তাদের ভুলেই প্রথমবার সমতায় ফেরে রিয়াল। অ্যাতলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাকের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে রিয়াল।

এরপর আলভারো মোরাতার গোলে আরো একবার লিড নেয় স্বাগতিকরা। কিন্তু এবারও তা ধরে রাখতে ব্যর্থ হয় অ্যাতলেটিকো। এবার রিয়ালকে ম্যাচে ফেরান হোসেলু। ফলে সমতায় শেষ হয় নির্ধারিত সময়ে খেলা। অতিরিক্ত সময়ে আতোয়ান গ্রিজমান গোল করে অ্যাতলেটিকোকে এগিয়ে দেন। কিছুক্ষণ পরই ব্যবধান বাড়ান রদ্রিগো রিকেলমে।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এর আগে একটি ম্যাচই শুধু হেরেছিল রিয়াল, গত সেপ্টেম্বরে লা লিগায় অ্যাতলেটিকোর মাঠে। সেই মেত্রোপলিতানোয় ফিরে আরেকটি হারের স্বাদ পেল আনচেলত্তির দল। থামল ২১ ম্যাচের অপরাজেয় যাত্রা।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ