ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

অ্যাডিলেডে ইনিংস হারের দ্বারপ্রান্তে উইন্ডিজ

প্রকাশনার সময়: ১৮ জানুয়ারি ২০২৪, ১৭:৩১

দ্বিতীয় ইনিংসে দ্রুত ৬ উইকেট হারিয়ে এখন ইনিংস হারের দ্বারপ্রান্তে ওয়েস্ট ইন্ডিজ। অ্যাডিলেড টেস্টে লজ্জা এড়াতে ক্যারিবিয়দের প্রয়োজন আরও ২২ রান।

ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট করে দেয় অস্ট্রেলিয়া। জবাবে দিতে নেমে ট্রাভিস হেডের অনবদ্য শতকে ২৮৩ রানে অলআউট হয় দলটি। এতে ৯৫ রানের লিড পায় অজিরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অজিদের ৯৫ রানের লিড শোধ করতেই হিমশিম খাচ্ছে ক্যারিবিয়ানরা। মাত্র ৭৩ রানেই ৬ উইকেট হারিয়ে এখন ইনিংস হারে দ্বারপ্রান্তে সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় সফরকারীরা। তেজনারায়ণ চন্দরপল ডাক মারতেই, তার পথ ধরেন ১ রান করা ক্রেগ ব্রাথওয়েট। এরপর ক্যারিবিয় ব্যাটিংয়ে হাল ধরার চেষ্টা করেন কির্ক ম্যাকেঞ্জি। তবে একে একে উইকেটে বিলিয়ে দেন আলিসক আথানেজ (০) এবং কেভেম হজ (৩)।

ম্যাকেঞ্জিও শেষমেশ ২৬ রানে আউট হলে, হাল ছাড়েন ২৪ রান করে তাকে সঙ্গ দেওয়া জাস্টিন গ্রেভসও। এসময় অপরপ্রান্তে জশুয়া ডা সিলভা ১৭ রানে অপরাজিত থাকলে দ্বিতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়ার।

সেই পর্যন্ত ২২.৫ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৭৩ রান তুলেছে ক্যারিবিয়রা। স্বাগতিকদের থেকে এখনো ২২ রানে পিছিয়ে উইন্ডিজ। যদিও হাতে রয়েছে ৪টি উইকেট। তবে তৃতীয় দিন সকালে তারা ঠিক কতক্ষণ টিকতে পারেন সেটাই দেখার অপেক্ষা।

কেননা, প্রথম ইনিংসে মতো এ ইনিংসেও এখন পর্যন্ত একাই ৪টি উইকেট শিকার করেছেন দীর্ঘদেহী পেসার জশ হ্যাজলউড। এছাড়াও ক্যামরন গ্রিন ও নাথান লায়ন নিয়েছেন একটি করে উইকেট নেন।

এর আগে বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে ক্যামরন গ্রিনকে সঙ্গে নিয়ে ব্যাটিংয়ে নামেন আগের দিন অপরাজিত থাকা উসমান খাজা। ১৪ রানে গ্রিন আউট হওয়ার পর, ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়েই ফিরতে হয় খাজাকে (৪৫)।

এরপর অজি ব্যাটিংয়ের হাল ধরেন ট্রাভিস হেড। তবে অপরপ্রান্তে উইকেট হারাতে থাকে অজিরা। একে একে আউট হন মিচেল মার্শ (৫), অ্যালেক্স ক্যারি (১৫) এবং মিচেল স্টার্ক (১০)। তবে ওয়ানডে মেজাজে ব্যাট করে ১২২ বলে সেঞ্চুরি তুলে নেন হেড। ১১৯ রান করে আউট হন এই বাঁহাতি ব্যাটার।

শেষ দিকে নাথান লায়ন (২৪) এবং প্যাট কামিন্স ১২ রানে আউট হলে ২৮৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। উইন্ডিজের হয়ে ৯৪ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন শামার জোসেফ। এছাড়া কেমার রোচ ও জাস্টিন গ্রিভস ২টি করে উইকেট লাভ করেন।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ