ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

এক ওভারে ৩৬ ! লজ্জার রেকর্ড আফগান বোলারের

প্রকাশনার সময়: ১৭ জানুয়ারি ২০২৪, ২২:১৭

আধুনিক ক্রিকেটে ব্যাটে-বলের লড়াইয়ে একের পর এক রেকর্ড গড়ে থাকেন ব্যাটার ও বোলাররা। তবে এই রেকর্ড চোখে পড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে। এ সংস্করণ মানে চার-ছক্কার মার, রানের ঝড়। এরকম একটি ইনিংস উপহার দিয়েছেন ভারতের ক্রিকেটাররা। আফগানিস্তানের করা শেষ ওভারে ৩৬ রান নিয়েছে রোহিত শর্মার দল। তাতে বল প্রতি ৬ রান করে এসেছে।

বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামে ভারত ও আফগানিস্তান। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১২ রান করে ভারত।

এই ইনিংসের গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে শেষ ওভারের মারকুটে ব্যাটিং। এ দিন ১৭তম ওভার পর্যন্ত ভারতের রান ছিল ১৪৪। তবে পরের ১৮ বলে এসেছে আরও ৬৮ রান। রান তোলার গড় ছিল ১১ এর ওপরে। আর শেষের ওভারে তো আফগান বোলার করিম জানাতকে নাস্তানাবুদ করে ছেড়েছেন রিংকু সিং ও অধিনায়ক রোহিত শর্মা।

করিম জানতের করা ২০তম ওভারের প্রথম বলে ৪ হাঁকান রোহিত। এর পরের বলে ৬, কিন্তু সেটি নো বল হওয়ায় স্কোরে ৭ রান যুক্ত হয়। ফ্রি হিটের বলে রোহিত হাঁকান আরও একটি ৬। তাতে ২ বলে রান আসে ১৭। ওভারের তৃতীয় বলে ১ রান দিয়ে দায়িত্ব তুলে দেন রিংকুর হাতে। আর দলপতির দেয়া দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন রিংকু। ওভারের শেষ তিন বলে তিন ছক্কা মেরে আরও ১৮ রান তুলে নেন। তাতে এক ওভারে রান আসে ৩৬।

২০২১ সালের পরে টি-টোয়েন্টিতে আরও একটি ব্যয়বহুল ওভার দেখল ক্রিকেট বিশ্ব। এর আগে ৬ বল থেকে ৬ ছক্কা হাঁকিয়ে ৩৬ রান নিয়েছিলেন যুবরাজ সিং ও কাইরন পোলার্ড। কিন্তু এবার ৭ বলে রোহিত ও রিংকু মিলে ৫ ছক্কা, ১ চার, ১ অতিরিক্ত ও ১ সিঙ্গেল রান নিয়ে ৩৬ রান হলো।

শ্রীলঙ্কার বিপক্ষে ২০২১ সালের ৩ মার্চে ষষ্ঠ ওভারে ৩৬ রান নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কাইরান পোলার্ড। ১৩২ রানের লক্ষ্যে উইন্ডিজরা সেই ম্যাচটি জিতেছিল মাত্র ১৩.১ ওভারে। এর আগে ২০০৭ সালে এক ওভারে ছয়টি ওভার বাউন্ডারি মেরে ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ট ব্রডকে প্রায় কাঁদিয়ে দিয়েছিলেন যুবরাজ। সেই ম্যাচে ভারত ২১৮ রান করে ১৮ রানের জয় পেয়েছিল। আর মাত্র ১৬ বলে ৫৮ রান করে রেকর্ড গড়েছিলেন যুবরাজ।

এবার তৃতীয়বারের মতো ৩৬ রানের ওভার দেখল ক্রিকেট বিশ্ব। এই ম্যাচে রোহিত শর্মা ৬৯ বলে ১২১ রান করে অপরাজিত ছিলেন। এর মধ্যে তিনি ১১টি চার ও ৮টি ছয় মেরেছেন। আর রিংকু সিং ৩৯ বল খেলে ২ চার ও ৬ ছক্কা হাঁকিয়ে করেছেন অপরাজিত ৬৯ রান।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ