বিপিএলের দশম আসর মাঠে গড়াতে বাকি আর মাত্র দুই দিন। এ আসরেও সিলেট স্ট্রাইকার্সের অন্যতম দুই ভরসা মাশরাফি বিন মোর্ত্তজা ও নাজমুল হোসাইন শান্ত। দুজনের মধ্যে কে অধিনায়ক হবেন, তা নিয়ে হয়েছে নানা আলোচনাও। তবে শেষ পর্যন্ত ম্যাশের বাহুতেই উঠেছে সিলেটের নেতৃত্বের ব্যান্ড।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) পূবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করে সিলেট স্ট্রাইকার্স। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিলেটের অধিনায়কের নাম ঘোষণা করেন দলটির হেড কোচ রাজিন সালেহ আলম।
জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বলেন, মাশরাফিকেই এখন পর্যন্ত আমাদের অধিনায়ক হিসেবে ধরে রেখেছি। যদিও সহ–অধিনায়কের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। কালকের মধ্যে এই সিদ্ধান্তে আসবো ইন-শা-আল্লাহ।
এদিকে, বিপিএলের আগেই অপারেশন করানোর কথা ছিল ম্যাশের পায়ে। যদিও সেটি হয়নি এখনো। যে কারণে মাশরাফি বিপিএল খেলবেন বলে মনে করেন রাজিন।
কোচ বলেন, ওটার (সার্জারি) আপডেট এখনও জানিনা। ওর ইনজুরি তো গত দুই-তিন বছর ধরেই আছে। ও মেন্টালি অনেক শক্ত মানুষ। আমরা মনে করি, ও এটা নিয়ে খেলবে, গত বছরও খেলেছে। আমরা তার আশায় আছি।
দলের শক্তির কথা জানাতে গিয়ে রাজিন সালেহ বলেন, এখন পর্যন্ত আমাদের ব্যাটিং সাইড শক্তিশালী। আমাদের ব্যাটিং এবং ফিল্ডিং সাইড অনেক ভালো। অবশ্য আমাদের বোলিংও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এখানে তানজিম সাকিব আছে, রেজাউর রাজা আছে, জিম্বাবুয়ের এনগারাভা আছে। আমি মনে করি, আমাদের বোলিং লাইনও ঠিক আছে।
বিদেশি ক্রিকেটাররা কবে যোগ দেবেন- এমন প্রশ্নের জবাবে দেশিয় এই কোচ বলেন, আমাদের বিদেশি খেলোয়াড় যারা আছে, তারা আগামীকাল (বুধবার) অনুশীলনে যোগ দেবে। বেশ কিছু খেলোয়াড় আসবে আজ রাতে। ম্যাচের দিন জয়েন করবে দুজন খেলোয়াড়।
সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, নাজমুল হোসাইন শান্ত, মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী, নাজমুল ইসলাম, শফিকুল ইসলাম, নাঈম ইসলাম, জাওয়াদ রোয়েন, সালমান হোসেন, রায়ান বার্ল, বেন কাটিং, হ্যারি টেক্টর, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্ত ও বেনি হাওয়েল।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ