তিনদিন বাদেই মিরপুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা উঠছে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি লিগকে কেন্দ্র করে এরইমধ্যে অনুশীলন শুরু করেছে দলগুলো। তবে খেলা মাঠে গড়ানোর আগেই ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আনলো বিসিবি।
সোমবার (১৫ জানুয়ারি) এক বিবৃতি এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। দিনের প্রথম ম্যাচ দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও সেটি পরিবর্তন করে ২টা ৩০ মিনিটে নির্ধারণ করেছে।
অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হওয়া কথা ছিল সন্ধ্যায় ৬টা ৩০ মিনিটে, কিন্ত পরিবর্তিত সূচি অনুসারে এক ঘণ্টা পড়ে মাঠে গড়বে ম্যাচ। তবে শুক্রবার দিনের ম্যাচ শুরু দুপুর ২টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের উদ্বোধনী দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুরন্ত ঢাকা। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ