বিদায়ী বছরটা দুর্দান্তভাবে শেষ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নতুন বছরে তাদের প্রথম লক্ষ্য আরেকটি শিরোপা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছে টাইগার যুবারা।
রোববার (১৪ জানুয়ারি) প্রিটোরিয়াতে টস জিতে আগে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কার যুবারা।
জবাব দিতে নেমে টাইগার যুবারা ৩৬.২ ওভারে ৯ উইকেটে ১১৯ রান তোলার পর বৃষ্টিতে আর খেলা হয়নি। আর এতেই ১১২ রানে জয় পায় লঙ্কানরা।
আগামী ১৭ জানুয়ারি একই মাঠে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার যুবাদের মুখোমুখি হবে মাহফিজুর রহমান রাব্বির দল। পরে ২০ জানুয়ারি ব্লোমফন্টেইনে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটি খেলতে নামবে জুনিয়র টাইগাররা, ভারতের বিপক্ষে।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ