শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

হার দিয়েই ভারত সফর শুরু আফগানদের

প্রকাশনার সময়: ১২ জানুয়ারি ২০২৪, ১৪:২৩

ভারত সফরের শুরুটা ভালো হয়নি জাদরান-নবিদের। হার দিয়েই যাত্রা শুরু আফগানিস্তানের। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে মোহালিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

আফগানিস্তানের ছুড়ে দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। তবে শুরুর ধাক্কা সামলে নিয়ে সহজ জয় তুলে নেয় রোহিত বাহিনী।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে। সর্বোচ্চ ৪২ রান করেন মোহাম্মদ নবি। রহমানুল্লাহ গুরবাজ ২৩, ইব্রাহিম জাদরান ২৫ ও আজমতুল্লাহ ওমরজাই করেন ২৯ রান। বল হাতে ভারতের অক্ষর প্যাটেল ২৩ রানে ২ উইকেট ও মুকেশ কুমার ৩৩ রানে নেন ২ উইকেট।

জবাবে শুরুতেই রোহিতকে হারিয়ে ফেলে ভারত। তবে গিলের ১২ বলে ২৩ রান, তিলক ভার্মার ২২ বলে ২৬, জিতেশ শর্মার ২০ বলে ৩১ এবং শিভম দুবের ৪০ বলে অপরাজিত ৬০ রানে ভর করে সহজ জয় তুলে নেয় ভারত। মূলত দুবের লড়াকু ব্যাটিংই ভারতের জয়ে বড় ভূমিকা রাখে।

আফগানিস্তানের পক্ষে বল হাতে মুজিব-উর-রহমান ২১ রানে নেন ২টি উইকেট।

এদিকে এই জয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে থাকল ভারত। রোববার (১৪ জানুয়ারি) ইন্দোরে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু'দল।

নয়া শতাব্দী/আতারা/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ