ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

দেশের বিরুদ্ধে ম্যাচ দিয়েই কোচিং শুরু কার্তিকের

প্রকাশনার সময়: ১১ জানুয়ারি ২০২৪, ০৯:২১

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত আসবে ইংল্যান্ড দল। ভারতের মাটিতে চলতি বছরের সবচেয়ে বড় সিরিজ এটি। সেই সিরিজ নিয়ে মাইকেল ভন, বীরেন্দ্র শেবাগ বা রবিচন্দ্রন অশ্বিনরা এরইমাঝে কথার ঝড় তুলতে শুরু করেছেন।

তবে মূল দলের লড়াইয়ের আগে ভারতে আসবে ইংল্যান্ডের আরও একটি দল। ইংল্যান্ড লায়ন্স নামে একটি দল ভারতে এসে খেলবে ভারত এ দলের বিরুদ্ধে।

মূলত ইংল্যান্ড লায়ন্স দেশটির ‘এ’ দল হিসেবেই প্রতিনিধিত্ব করে থাকে। ভারতে এসে ৪টি ম্যাচে মুখোমুখি হবে তারা। আর সেই ইংল্যান্ড দলের ব্যাটিং উপদেষ্টা করা হল দীনেশ কার্তিককে। ৯ দিনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। ভারতের মারকুটে এই ব্যাটারের কোচিং ক্যারিয়ারের শুরুটা হচ্ছে নিজের দেশের বিরুদ্ধে।

ব্যাটিং পরামর্শদাতা হিসাবে কার্তিক এই সফরে ইংরেজ ব্যাটারদের ভারতের পিচের অবস্থা বোঝাবেন। ইংল্যান্ড লায়নদের কোচ নিল কিলেন। সেই সঙ্গে সহকারী হিসাবে রয়েছেন রিচার্ড ডসন এবং কার্ল হপকিনসন। মেন্টর হিসাবে থাকবেন গ্রায়েম সোয়ান।

ক্রিকেটার হিসাবে কার্তিকের সুনাম থাকলেও পুরো ক্যারিয়ারেই ছিলেন অনিয়মিত। রাহুল দ্রাবিড় আর মহেন্দ্র সিং ধোনিকে টপকে ম্যান ইন ব্লুদের স্কোয়াডে নিজেকে নিয়মিত করা হয়ে ওঠেনি তার। এরমাঝেও যখনই সুযোগ পেয়েছেন, দিয়েছেন নিজের সেরাটাই। ক্যারিয়ারের শেষদিকে এসে টি-টোয়েন্টি ক্রিকেটের দুর্দান্ত এক ব্যাটার হয়ে উঠেছিলেন।

খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডে গিয়ে খেলেছেন কার্তিক। ২০০৭ এবং ২০১৮ সালে ইংল্যান্ড সফরে ছিলেন তিনি। ২০১৯ সালে বিশ্বকাপ খেলতেও ইংল্যান্ডে গিয়েছিলেন কার্তিক। এখন আইপিএল খেললেও ভারতীয় দলে ডাক পাচ্ছেন না। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ বার খেলতে দেখা গিয়েছিল কার্তিককে। বর্তমান ব্যস্ততা ধারাভাষ্য নিয়ে।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ