ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডেথগ্রুপে’ বাংলাদেশ!

প্রকাশনার সময়: ০৫ জানুয়ারি ২০২৪, ১২:৩২

চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে আসন্ন এই আসরের ২০টি দল। বাকি আছে কেবল সূচি ঘোষণা। তবে আইসিসির আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং প্রকাশ করলো ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপে বাংলাদেশ দল খেলবে ডি গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। বলা যায় ডেথগ্রুপেই পড়েছে টাইগাররা।

এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। বি গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান।

এছাড়া সি গ্রুপে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।

এই চার গ্রুপের প্রতিটির সেরা দুই দল উঠবে সুপার এইটে। যেখানে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ৮টি দল।

দ্বিতীয় গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। অন্যদিকে প্রথম গ্রুপের ম্যাচগুলো আয়োজন করবে যুক্তরাষ্ট্র।

সবকিছু ঠিক থাকলে আগামী ৪ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই আসরটি। মাত্র ২৭ দিনের এই টুর্ণামেন্টের পর্দা নামবে ৩০ জুন।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ