ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

প্রোটিয়াদের মাত্র দেড় দিনে হারিয়ে ভারতের ইতিহাস

প্রকাশনার সময়: ০৪ জানুয়ারি ২০২৪, ১৮:২৪

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট শেষ হয়ে গেল মাত্র দেড় দিনেই। জয়ের জন্য ৭৯ রানের লক্ষ্যমাত্রা পায় ভারত। যা তারা ১২ ওভারে ৩ উইকেটের হারিয়েই টপকে যায়। ৭ উইকেটে ম্যাচ জিতে ২ টেস্টের সিরিজ ১-১ ড্র করে টিম ইন্ডিয়া।

একইসঙ্গে কেপটাউনে এই প্রথমবার এশিয়ার প্রথম দেশ হিসেবে কোনো টেস্ট ম্যাচে জয় পেল ভারত।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) টেস্টের দ্বিতীয় দিনে চা-বিরতির আগেই লক্ষ্যমাত্রার ৭৯ রান তুলে জিতে যায় ভারত। সেইসঙ্গে গড়ে ফেলল এক বিশ্বরেকর্ড। ফয়সালা হয়েছে এমন কোনো ম্যাচ বলের নিরিখে সবচেয়ে কম সময়ে শেষ হলো। ভেঙে গেল ৯২ বছর পুরনো রেকর্ড।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার এই ম্যাচ হয়েছে মাত্র ১০৭ ওভারে। অর্থাৎ ৬৪২টি বল খেলা হয়েছে। এর আগের রেকর্ড ছিল ১৯৩২ সালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে। সেই ম্যাচটি শেষ হয়েছিল ১০৯.২ ওভার বা ৬৫৬ বলে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের ম্যাচটি। ১৯৩৫ সালের সেই ম্যাচটি টিকেছিল ১১২ ওভার বা ৬৭২ বল।

এর পরেই রয়েছে দু’টি অ্যাশেজের ম্যাচ। দু’টিই ১৮৮৮ সালের। প্রথম ম্যাচে আগস্ট মাসে ইংল্যান্ড জিতেছিল। সেই ম্যাচ ৭৮৮ বল খেলা হয়েছিল। তার ঠিক আগে জুলাই মাসে একটি ম্যাচে অস্ট্রেলিয়া হারিয়েছিল ইংল্যান্ডকে। সেই ম্যাচটি হয়েছিল ৭৯২ বলের।

এদিকে, বুধবার (৩ জানুয়ারি) কেপটাউন টেস্টের প্রথম দিনেই বোলাররা তুলে নেয় ২৩টি উইকেট। মোহাম্মদ সিরাজের ৬ উইকেটের দাপটে ৫৫ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পরে ভারতও ১৫৩ রানে অলআউট হয়ে যায়।

প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসেও তিনটি উইকেট হারায়। পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে দক্ষিণ আফ্রিকার সাত উইকেট পড়ে মধ্যাহ্নভোজের আগেই। তার পরে রান তাড়া করতে নেমে ভারত প্রয়োজনীয় রান তুলে নেয় ৩ উইকেট হারিয়েই।

ম্যাচ সেরা হয়েছেন মোট ৭ উইকেট নেয়া মোহাম্মদ সিরাজ। তবে যৌথভাবে সিরিজ সেরা হয়েছেন ১২ উইকেট নেয়া জাসপ্রিত বুমরাহ ও ২০১ রান করা ডিন এলগার।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ