ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

সিরাজের পর বুমরাহর দাপট, ভারতের চাই ৭৯ রান

প্রকাশনার সময়: ০৪ জানুয়ারি ২০২৪, ১৬:৩৭

পেসারদের দাপট দেখছে কেপটাউন টেস্ট। দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ৫৫ রানে শেষ করে দেওয়া ভারতের ইনিংস শেষ হয়ে যায় ১৫৩ রানে। স্বাগতিকদের এবার দ্বিতীয় ইনিংসে ১৭৬ রানে অলআউট করে দিলেন জাসপ্রীত বুমরাহরা। যাতে জয়ের জন্য ভারতের চাই ৭৯ রান।

প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ নিয়েছিলেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নিলেন বুমরাহ। তার পেস দাপটে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১৭৬ রানে। এর মধ্যে একাই ১০৬ রান করেন এইডেন মার্করাম। ১০৩ বলে এই রান করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। ১৭টি চার এবং দু'টি ছক্কা মারেন মার্করাম।

এছাড়া বলার মতো রান করতে পারেননি আর কেউই। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান আসে অধিনায়ক ডিন এলগারের ব্যাট থেকে। মূলত ভারতীয় বোলারদের দাপটে রানই পাননি অন্যরা।

সফরকারী বোলারদের মধ্যে প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ দাপট দেখালেও এই ইনিংসে দাপুটে বল করেন বুমরাহ। ১৩.৫ ওভারে ৬১ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন এই পেসার। এছাড়া ২টি উইকেট নেন মুকেশ কুমার। ১টি করে উইকেট নিয়েছেন প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ