নতুন বছর আসতেই ইউরোপিয়ান ফুটবলে শুরু হয়ে গিয়েছে শীতকালীন দলবদলের মৌসুম। মৌসুমের মাঝপথে এসে দলগুলো নিজেদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নতুন কিছু মুখ যুক্ত করার সুযোগ পাচ্ছে এই স্বল্প সময়ের ট্রান্সফার উইন্ডোতে। ফুটবল ইতিহাসে বেশকিছু কিংবদন্তি বনে যাওয়া দলবদল হয়েছিল এই ছোট্ট সময়েই। ম্যানচেস্টার ইউনাইটেডে নেমানিয়া ভিদিচ, চেলসিতে ইভানোভিচ কিংবা লিভারপুলে ভ্যান ডাইক আর লুইস সুয়ারেজের দলবদল হয়েছিল জানুয়ারি মাসেই।
চলতি বছরের জানুয়ারির ট্রান্সফারে সবার আগে দলবদল ঘটেছে ম্যানচেস্টারের দুই ক্লাবে। ম্যানচেস্টার সিটি রিভারপ্লেট থেকে ২৬ মিলিয়নে দলে টেনেছে আর্জেন্টিনার বিষ্ময়বালক ক্লদিও এচেভেরিকে। যদিও ২০২৪ সালের পুরোটা আর্জেন্টিনার ক্লাবেই পার করবেন তিনি। এক বছর পর যোগ দেবেন ইংলিশ ক্লাবে। অন্যদিকে দলবদলের শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ৬ মাসের লোন ডিলে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টে যোগ দিয়েছেন ডনি ভ্যান ডি বিক। ম্যানচেস্টারের এই দুই ক্লাব এই শীতেই আরও কিছু খেলোয়াড় দলে ভেড়াতে বা ছাড়তে পারে।
সিটি মিডফিল্ডার ক্যালভিন ফিলিপ্স দল ছাড়তে পারেন, সিটিজেন্সদের হয়ে তার সময়টা খুব একটা ভাল কাটেনি শুরু থেকেই। লিডস থেকে আসার পর খুব বেশি সময় মাঠেও ছিলেন না। আবার ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিদায় নিতে পারেন রাফায়েল ভারানে এবং জ্যাডন স্যাঞ্চো।
নয়াশতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ