সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল। কোনো কোনো ফুটবল তারকাদের নিয়ে ভক্তদের মনে কৌতূহলের শেষ নেই। ২০২৩ সালে সার্চ ইঞ্জিন গুগলে তারকা ফুটবলারদের খোঁজার ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে।
ফুটবল-ভক্তরা নিশ্চয়ই জানতে চাইবেন, ২০২৩ সালে তার পছন্দের কোন ফুটবলারকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে? এর জবাব খুঁজে বের করেছে ফুটবল-ভিত্তিক সংবাদমাধ্যম 'গোল.কম'। আর উত্তর হচ্ছে, লিওনেল মেসি! হ্যাঁ, মেসিই ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি আরাধ্য ছিলেন ফুটবলপ্রেমীদের কাছে। এ বছর প্রতি মাসে গড়ে ১৮.৪ মিলিয়ন বার মেসিকে গুগলে খুঁজেছে।
আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ জেতানোর পর সমর্থকদের চোখে পেলে ও ম্যারাডোনার মতো অমরত্ব পেয়ে গেছেন মেসি। কাতারে দলকে বিশ্বচ্যাম্পিয়ন বানানোর পাশাপাশি আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল অর্জন করেছেন তিনি।
বিশ্বকাপের পর সবাইকে চমকে দিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। সেখানেও অভিষেক মৌসুমেই দলকে লিগ কাপের শিরোপা জেতার তিনি। এরপর জেতেন রেকর্ড-ব্রেকিং অষ্টম ব্যালন ডি'অর। আগের রেকর্ডও (৭টি) তারই ছিল। এছাড়া ফিফার বর্ষসেরার শীর্ষ তিনে আছেন তিনি। স্বাভাবিকভাবেই এ বছর তাকে ঘিরে সবচেয়ে বেশি আগ্রহ ছিল ফুটবল বিশ্বের।
মেসির পরের স্থানটি অনুমিতভাবেই ক্রিস্টিয়ানো রোনালদোর। এ বছর পাঁচবারের ব্যালন ডি'অর জয়ীকে গুগলে প্রায় ২০০ মিলিয়ন বার সার্চ করেছে। প্রতি মাসের হিসাবে সংখ্যাটা গড়ে প্রায় ১৫.২ মিলিয়ন।
ইউরোপের ফুটবল ছেড়ে সৌদি প্রো লিগে যোগ দিলেও নিজের পুরনো সেই ধার ধরে রেখেছেন পর্তুগিজ উইঙ্গার। একের পর এক ম্যাচে গোল করে চলেছেন তিনি। আল নাসরকে এরইমধ্যে আরব ক্লাব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতিয়েছেন রোনালদো।
বছর শেষে প্রো লিগের সর্বোচ্চ গোলদাতাও পর্তুগিজ তারকা। এমনকি পুরো বিশ্বেই রোনালদোর গোলসংখ্যা সর্বোচ্চ (৫৪টি)। দেশ ও ক্লাবের জার্সিতে এ বছর তার চেয়ে বেশি গোল আর কেউই করেননি। ২০২৪ ইউরো বাছাইয়েও সবচেয়ে বেশি গোল করেছেন তিনি। পেছনে ফেলেছেন ইউরোপের শীর্ষ ফুটবলার আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে এবং হ্যারি কেনের মতো হ্যাভিওয়েটদের।
তালিকার তিনে আছেন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। দুর্দান্ত পারফরম্যান্সে পুরো বছর মাতিয়ে রেখেছিলেন তিনি। এ বছর তার পায়ের জাদুতে ভর করে ফরাসি লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলেছে পিএসজি। ২০২২ বিশ্বকাপে তার দল ফ্রান্স আসরের শিরোপা না জিতলেও ফাইনালে উঠেছিল।
কাতারের ফাইনালে একাই ৩ গোল করে ফ্রান্সকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন এই তরুণ ফরোয়ার্ড। কিন্তু টাইব্রেকারে তার দল হেরে যায় মেসির আর্জেন্টিনার কাছে। তবে আসরের গোল্ডেন বুট জিতে নিয়েছেন তিনি। সবমিলিয়ে পুরো বছর দারুণ কেটেছে তার। গুগলেও তাকে আগের চেয়ে বেশি খোঁজা হয়েছে; প্রতি মাসে গড়ে ১২.৫ মিলিয়ন বার!
গুগলের জগতে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে ছিলেন আরও কয়েকজন শীর্ষ ফুটবল তারকা। সেই তালিকায় মেসি, রোনালো ও এমবাপ্পের পরের স্থানগুলোতে আছেন যথাক্রমে- আর্লিং হালান্ড (প্রতি মাসে ১১.৭ মিলিয়ন), নেইমার জুনিয়র (প্রতি মাসে ১০.৮ মিলিয়ন), ভিনিসিয়ুস জুনিয়র (প্রতি মাসে ৪.১ মিলিয়ন), হ্যারি কেইন গড়ে (প্রতি মাসে ৩.৮ মিলিয়ন), জুড বেলিংহাম (প্রতি মাসে ৩.২ মিলিয়ন), করিম বেনজেমা (প্রতি মাসে ১.৮ মিলিয়ন), রবার্ট লেভাডভস্কি (প্রতি মাসে ১.৫ মিলিয়ন)।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ