নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। কিউইদের হারিয়ে বছরের শেষটা রাঙানোর বড় সুযোগ টাইগারদের।
রোববার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ছয়টায় মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচটি শুরু হবে।
সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক নিউজিল্যান্ড।
শনিবার বাংলাদেশ দলের প্রশংসা করে কিউইদের কোচ গ্যারি স্টেড বলেন, 'টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো একটা দল। তারা খুব ভালো খেলেছে। নেপিয়ারে আমাদের চাপে রেখেছিল।'
তিনি বলেন, 'সেদিন আমরা ২০-৩০ রান কম করেছি। আরও ২০-৩০ রান করলে জমজমাট লড়াই হতো। বল হাতে আমরা ভালো লড়াই করেছি। জয়ের দেখা পেলে ভালো হতো। গত ম্যাচে ছেলেরা ভালো শুরু পেয়েছে, এটা দেখে ভালো লেগেছে। পরের ম্যাচেও ভালো কিছু করতে চাই।'-আরো যোগ করেন তিনি।
অন্যদিকে, জয়ের ব্যাপারে আশাবাদী টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়।
তিনি বলেন, 'চিন্তা ভাবনা আগের ম্যাচগুলোতে যেমন ছিল, এখনো সেটাই আছে। আমরা মনে করি এটা একটা ভালো সুযোগ আমাদের নিজেদের যতটুকু পোটেনশিয়াল আছে সেটা ওখানে দেখানোর। আশা করি যে আমরা যে একটা ফ্লোতে আছি ইনশাআল্লাহ এটা চালিয়ে যাব।'
তাওহীদ হৃদয় বলেন, 'এখন যেটা মনে হয় আমার কাছে টি-টোয়েন্টি আলাদা একটা ফরম্যাট। আরো ভালো কিছু করার আছে, আমি মনে করি আমাদের দলের যে অবস্থায় আছে প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো ফলোতে আছে। ইনশাআল্লাহ এখান থেকে যদি দুই একজন খেলতে পারি তাহলে ভালো কিছু হবে।'
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ