সৌদিতে তুরস্কের জাতীয় সংগীত গাইতে না দেওয়া এবং কামাল আতাতুর্কের স্লোগানসংবলিত টি-শার্ট পরতে না দেওয়ার অভিযোগে তুর্কি সুপার কাপ স্থগিত করা হয়েছে। আয়োজকদের দাবি, ম্যাচের নিয়মকানুন মানেনি ক্লাব দুটি।
শুক্রবার (২৯ ডিসেম্বর) স্থগিত হয়ে যাওয়া ম্যাচ কবে, কোথায় হবে, এ ব্যাপারে এখনো কিছু জানায়নি তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ)।
তুরস্কের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদের আল-আউয়াল পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে তুর্কি সুপার কাপ হওয়ার কথা ছিল। স্টেডিয়ামে প্রচুর দর্শকসমাগমও হয়েছিল। কিন্তু সৌদি কর্তৃপক্ষ গ্যালাতাসারাই ও ফেনেরবাচের চাওয়া পূরণ না করায় ক্লাব দুটি যৌথভাবে না খেলার সিদ্ধান্ত নেয়।
তুরস্কের সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী শুধু জাতীয় সংগীত গাইতে না দেওয়া এবং কামাল আতাতুর্কের বিখ্যাত স্লোগান ‘ঘরে শান্তি থাকলে বাইরেও শান্তি’–সংবলিত টি-শার্ট পরতে বারণ করাই নয়, দর্শকদের তুরস্কের জাতীয় পতাকা নিয়েও স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি।
তবে সৌদির রাষ্ট্রীয় টিভি চ্যানেলের বরাত দিয়ে জানানো হয়েছে, দল দুটি নিয়মকানুন না মানার কারণে খেলা বাতিল করা হয়েছে।
এক বিবৃতিতে আয়োজক কমিটি জানিয়েছে, ‘আমরা আন্তর্জাতিক ফুটবলের নিয়ম অনুযায়ী যথাসময়ে ম্যাচ আয়োজনের অপেক্ষায় ছিলাম। নিয়মে স্পষ্টভাবে উল্লেখ আছে, মাঠে কোনো স্লোগান ব্যবহার করা যাবে না। ম্যাচ আয়োজনের প্রস্তুতিমূলক বৈঠকেও তুর্কি ফুটবল ফেডারেশনের সঙ্গে এ নিয়ে আলোচনা করা হয়েছে।’
আয়োজক কর্তৃপক্ষ, তুর্কি ফুটবল ফেডারেশন ও ক্লাব দুটি ম্যাচ স্থগিতের নির্দিষ্ট কারণ খোলাসা না করলেও বার্তা সংস্থা রয়টার্স মনে করছে, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক উত্তপ্ত সম্পর্কের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে।
২০১৮ সালে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যা করা হয়। বিশ্বজুড়ে আলোচিত সেই হত্যাকাণ্ডের দায় দেওয়া হয় সৌদি যুবরাজ ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে। মার্কিন গোয়েন্দা সংস্থা দাবি করে, সালমানই খাসোগিকে হত্যার নির্দেশ দেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ