ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

টাইগারদের বিধ্বংসী বোলিংয়ে ৫ উইকেট নেই নিউজিল্যান্ডের

প্রথম টি-টোয়েন্টি 
প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩, ১৩:১৮

তানজিম করেছিলেন ফুললেংথে। ক্রস সিমের বলটি দারুণ ড্রাইভে লং অনের ওপর দিয়ে প্রথম ছক্কাটি মেরেছেন মার্ক চাপম্যান। পরের বলে দারুণ ড্রাইভে কাভার দিয়ে মেরেছেন আরেকটি চার। ওভারের দ্বিতীয় বলে চার মেরে শুরু করেছিলেন। পাওয়ারপ্লের শেষ ওভারে গিয়ে ১৪ রানের ওভারে একটু স্বস্তি পেয়েছে নিউজিল্যান্ড।

সর্বশেষ ২ ওভারে আক্রমণের আভাস দিয়েছিলেন মিচেল। নাজমুল ফিরিয়েছেন মেহেদীকে। বোল্ড হয়েছেন মিচেল! টিম সেইফার্টের মতো অতটা জায়গা বানিয়ে নয়, বলের লাইন ধরেই খেলতে চেয়েছিলেন মিচেল। তবে যতটা চেয়েছিলেন, ততটা টার্ন করেনি। তুলে মারতে গিয়ে মিচেল মিস করে গেছেন সেটি। ৫২ রানে ৫ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।

রিশাদ এলেন, তার ওপর চড়াও হতে গেলেন চ্যাপম্যান। জায়গা বানিয়ে খেলতে গিয়ে এক্সট্রা কাভারে ধরা পড়েছেন তিনি। দ্বিতীয় বলেই উইকেটের দেখা পেয়েছেন রিশাদ, নেপিয়ারে নিউজিল্যান্ডের দুর্দশা বেড়েছে আরেকটু।

নেপিয়ারে শেষ ওয়ানডের দুঃস্বপ্ন যেন এখনো তাড়া করে ফিরছে স্বাগতিকদের! ২০ বল লাগল নিউজিল্যান্ডের প্রথম বাউন্ডারির দেখা পেতে। অফ স্টাম্পের বাইরে জায়গা দিয়েছিলেন শরীফুল। তা সাদরে গ্রহণ করেছেন মিচেল। কাভারের ওপর দিয়ে মেরেছেন চার। পরের বলে তেমন জায়গা দেননি, অ্যাঙ্গেল করে বেরিয়ে যাওয়া সে ডেলিভারিতেই মিড অফের ওপর দিয়ে তুলে টানা দ্বিতীয় চার মেরেছেন মিচেল। পরের ৩ বলে অবশ্য এসেছে ১ রান।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ