ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:৫২ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩, ১২:০০

এবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেপিয়ারে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচে নামার আগে পরিসংখ্যানে এগিয়ে কিউইরা। সবশেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয় রয়েছে বাংলাদেশের। এখন পর্যন্ত ১৭ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়ে দুদল। এতে বাংলাদেশের ৩ জয়ের বিপরীতে নিউজিল্যান্ড জয় পেয়েছে ১৪টিতে।

এ ছাড়া ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ৯ ম্যাচের সবগুলোতে জিতেছে নিউজিল্যান্ড। সবমিলিয়ে কিউই মাটিতে টি-টোয়েন্টিতে জয় খরা কাটিয়ে নিজেদের প্রমাণ করতে চায় নাজমুল হোসেন শান্তর দল।

দুই দলের একাদশ

বাংলাদেশ : লিটন কুমার দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ড : টিম সেফার্ট (উইকেটকিপার), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি এবং বেন সিয়ার্স।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ