ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আগের ম্যাচে ব্যাট পরের ম্যাচে সৌম্যর বোলিং 

প্রকাশনার সময়: ২৩ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৫ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৪

আগের ম্যাচে ব্যাট হাতে পেয়েছেন ১৬৯। ফিরে আসা সেই ফর্ম আজ সৌম্য সরকারের বোলিংয়েও অনূদিত হলো। নেপিয়ারে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৯৮ রানে অলআউট করার পথে সৌম্যর বোলিং ফিগার ৬-১-১৮-৩। ব্যাটিংয়েও কি ফর্মটা আবারও দেখা যেত? প্রশ্নটি উঠছে, কারণ সৌম্য ব্যাটিংয়ে নামলেও থাকতে তো পারলেন না! ১৬ বলে ৪ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। ইনিংসের শুরু থেকেই ডান চোখে সমস্যায় ভুগছিলেন বাঁহাতি এ ওপেনার। ফিজিওর প্রাথমিক চিকিৎসার পাশাপাশি পানি এবং চোখে ড্রপ নিয়েও কাজ হয়নি। সৌম্যকে ফিরতেই হলো।

তবে এটা বলতেই হবে সৌম্যর সমস্যাটা ব্যতিক্রমী। সাধারণত শারীরিক আঘাত কিংবা চোটে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে দেখা যায় ব্যাটসম্যানদের। সৌম্যর চোখের সমস্যা তাতে ব্যতিক্রমী সংযোজন। সৌম্য চোখের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেও বাংলাদেশের জিততে অসুবিধা হয়নি। ১৫.১ ওভারে ম্যাচটা ৯ উইকেটে জিতেছে নাজমুল হোসেনের দল। তবে সৌম্যর রিটায়ার্ড হার্ট হওয়া দেখে মনে প্রশ্ন জাগতে পারে, এভাবে ড্রেসিংরুমে ফিরে যাওয়াটা যেহেতু স্বাভাবিক নয়, তাই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কতজন ব্যাটসম্যান রিটায়ার্ড হার্ট হয়েছেন?

উত্তর হলো তিন সংস্করণ মিলিয়ে ৯ জন—আফতাব আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, ইয়াসির আলী ও সর্বশেষ আজ সৌম্য সরকার। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই ৯ ব্যাটসম্যান মিলে মোট ১৩ বার রিটায়ার্ড হার্ট হয়েছেন। এর মধ্যে লিটন ও মুশফিক সবার ওপরে। দুজনেই ৩ বার করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরেছেন।

নয়াশতাব্দী/ আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ