ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২৩, ২৩:৪৫ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩, ২৩:৫০

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের প্রথম দুই ম্যাচ হেরে এরমধ্যে সিরিজ হেরেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে আগামীকাল শনিবার তৃতীয় ওয়ানডেতে কিউইদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

শনিবার (২৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

মান বাঁচানোর এই ম্যাচের আগেই দোয়া চেয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হোয়াইটওয়াশ এড়ানোর এই ম্যাচে দ্বিতীয় ওয়ানডের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। তবে, বদল আসলেও তাওহীদ হৃদয়ের জায়গায় একাদশে আফিফ হোসেনকে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

এনামুল হক বিজয়, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। ৯টি টি-টোয়েন্টিতেও ফল একই।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ