ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ক্লদিও এচেভেরির দিকে নজর বার্সার চার ক্লাব

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৪:২১

লাতিন আমেরিকার তরুণ, প্রতিভাবান ফুটবলারদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া বার্সেলোনার জন্য নতুন কিছু নয়। ক্লাবটি তাদের ইতিহাসে এমন অনেক ফুটবলারকেই দলে ভিড়িয়েছে যারা আলো খুঁজে পেয়েছে বার্সেলোনায় এসে। এবার ‘মেসি-ম্যারাডোনার মিশ্রণে’ বেড়ে ওঠা আর্জেন্টিনার বিস্ময় বালক ক্লদিও এচেভেরিকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে বার্সেলোনাসহ চার ক্লাব। এচেভেরি বর্তমানে খেলছেন আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেটে।

আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে তার। আসছে শীতকালীন দলবদলেই রিভারপ্লেট থেকে এচেভেরিকে দলে নিতে চায় বার্সেলোনা। আর সেজন্য ৩ কোটি ইউরো (৩৬০ কোটি ২৮ লাখ টাকা) খরচ করতেও রাজি তারা।

‘মেসি-ম্যারাডোনার মিশ্রণে’ বেড়ে ওঠা এচেভেরিকে দলে ভেড়ানো সহজ হবে না স্প্যানিশ ক্লাবটির জন্য। প্রতিভাবান এই ফুটবলারকে দলে ভেড়াতে হলে বার্সেলোনাকে টক্কর দিতে হবে ম্যানচেস্টার সিটি, চেলসির মতো ক্লাবের সঙ্গে। বেনফিকাও আগ্রহী এচেভেরিকে পেতে।

অনূর্ধ্ব-১৭ কোপা আমেরিকায় দারুণ পারফরম্যান্স করে সকলের নজর কাড়েন এচেভেরি। দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি ৫টি গোল করেন তিনি। একই সঙ্গে সতীর্থদের দিয়ে করান ৩টি।

নয়াশতাব্দী/ আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ