ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আমিরাতকে ২৮৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২৩, ১৫:১৩

অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনালে আশিকুর রহমান শিবলীর অনবদ্য সেঞ্চুরিতে স্বাগতিকদের ২৮৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশের যুবারা।

রোববার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৮২ রান সংগ্রহ করে মাহফুজুর রহমান রাব্বীর দল। ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা ওপেনার শিবলী ১২৯ রান করেন। এছাড়া চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৬০ ও আরিফুল ইসলাম ৫০ রান করেন।

এদিন ব্যাটিংয়ে নেমে কিছুটা ধীরে শুরু করেছিল বাংলাদেশের যুবারা। কিন্তু পঞ্চম ওভারের শেষ বলে জিশান আলমের উইকেট হারায় তারা। ১৫ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন জিশান। বাংলাদেশের সংগ্রহ তখন ১৪ রান। এরপর রিজওয়ানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১২৫ রান যোগ করেন শিবলী। রিজওয়ান ৬০ রান করে ফিরে গেলেও সাবলীল ব্যাটিংয়ে অবিচল ছিলেন শিবলী।

এরপর আরিফুল ইসলামকে নিয়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন তিনি। তৃতীয় উইকেটে তারা দুজনে মিলে ৮৬ রানের জুটি গড়েন। আক্রমণাত্বক ব্যাটিংয়ে ফিফটির দেখাও পেয়ে যান আরিফুল। তবে ৪০ বলে ৬ চারে ৫০ রানে থামে তার ইনিংস। এর মাঝে ১২৯ বলে আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটাও পেয়ে গেছেন শিবলী।

এবারের এশিয়া কাপে সেমিফাইনাল বাদ দিলে শিবলী রান পেয়েছেন আর সব ম্যাচেই। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে খেলেছেন ৭১ রানের ইনিংস। এরপর জাপানের বিপক্ষে ৫৫ রানের ইনিংস খেলার পর শ্রীলঙ্কার বিপক্ষে ১১৬ রানের দারুণ এক নক খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এরপর খানিক ধুঁকেছে বাংলাদেশ। আহরার আমিন এবং মোহাম্মদ শিহাব দুজনেই আউট হয়েছেন দ্রুত। তবে শেষদিকে দ্রুতগতির এক কার্যকরী ইনিংস উপহার দিয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ১০ বলে ২১ রান করে দলের ইনিংসে রেখেছেন কার্যকরী ভূমিকা।

তবে একপ্রান্ত আগলে ধরে ব্যাট হাতে অবিচল ছিলেন শিবলী। নিজের ইনিংসটা টেনে নিয়েছেন ১২৯ পর্যন্ত। তার ১৪৯ বলের ইনিংসে ছিল ১২টি চার ও ১টি ছক্কার মার। তাতে বাংলাদেশও পেয়েছে ২৮২ রানের চ্যালেঞ্জিং পুঁজি।

২০১৮ সালে আরব আমিরাতের এই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামেই এশিয়া কাপের ফাইনাল খেলতে নেমেছিল বাংলাদেশ। মূল দল সেদিন আগে ব্যাট করেছিল। প্রায় সাড়ে ৫ বছর পর আবারও সেই একইমাঠে আরও একটি এশিয়া কাপের ফাইনাল। এবার অবশ্য বাংলাদেশের যুবদল মাঠে। আর সেই ফাইনালে উইকেটরক্ষক শিবলীর ১২৯ রানের ম্যারাথন ইনিংসের সুবাদে বাংলাদেশ পেয়েছে ২৮২ রানের বড় সংগ্রহ।

২০১৮ এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি পেয়েছিলেন ওপেনিং ব্যাটার লিটন দাস। আর আজ পেলেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলী। তবে সেবার বাংলাদেশ খেই হারিয়েছিল ভারতের বিপক্ষে। আরব আমিরাতের বিপক্ষে তেমন কিছু অবশ্য হয়নি। শিবলীর পাশাপাশি বড় রানের দেখা পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান আর আরিফুল ইসলামরাও। শিবলীর দুর্দান্ত সেঞ্চুরির সঙ্গে রিজওয়ানের ৬০ আর আরিফুলের ঝোড়ো ৫০ এর সুবাদে বড় সংগ্রহ জমা করেছে জুনিয়র টাইগাররা।

টসে জিতে এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আরব আমিরাত। সেই সিদ্ধান্তই যেন শাপে বর হয়ে এসেছে বাংলাদেশি যুবাদের জন্য। দুবাইয়ের ব্যাটিংবান্ধব উইকেটে অবশ্য শুরুটা খুব বেশি ভাল হয়নি। রান যেমন উঠেছে ধীরগতিতে। তেমনি দলীয় ১৪ রানের মাথায় জিশানের উইকেট বাংলাদেশের জন্য পরিস্থিতি খানিক কঠিনই হয়ে পড়ে।

তবে সেখান থেকে ঘুরে দাঁড়াতে সমস্যা হয়নি বাংলাদেশের। চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১২৫ রানের বড় এক পার্টনারশিপ গড়েন ফর্মের তুঙ্গে থাকা শিবলী। দুজনের এই জুটিই অনেকটা এগিয়ে দেয় বাংলাদেশকে। দুজনেই রান তুলেছেন সাবলীল ভঙ্গিতে। ফিফটির দেখা পেয়েছিলেন দুজনেই। সবকিছু যখন ছিল ঠিকঠাক, তখনই আঘাত আসে টাইগার শিবিরে। ৬০ রান করে ফিরে যান রিজওয়ান।

এরপরে ক্রিজে এসেই ঝড় তুলেছেন আরিফুল ইসলাম। শিবলীর সঙ্গে তার জুটি ছিল ৮৬ রানের। এরমাঝে ৫০ রান একাই তুলেছিলেন আরিফুল। ৩৯ বলেই পেয়েছেন ঝোড়ো ফিফটির দেখা। একইসঙ্গে শতকের ম্যাজিক ফিগার স্পর্শ করেছিলেন শিবলী। টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় শতক। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ১১৬ রান। এছাড়া ছিল আরও দুই ফিফটি।

আরিফুল অবশ্য আউট হয়েছেন ফিফটির পরের বলেই। এরপর খানিক ধুঁকেছে বাংলাদেশ। আহরার আমিন এবং মোহাম্মদ শিহাব দুজনেই আউট হয়েছেন দ্রুত। তবে শেষদিকে দ্রুতগতির এক কার্যকরী ইনিংস উপহার দিয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ১০ বলে ২১ রান করে দলের ইনিংসে রেখেছেন কার্যকরী ভূমিকা। তবে অবিচল ছিলেন শিবলী। নিজের ইনিংসটা টেনে নিয়েছেন ১২৯ পর্যন্ত। বাংলাদেশও তাতে পেয়েছে ২৮২ রানের পুঁজি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ