ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আগামী মৌসুমের জন্য শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। এর আগে ডিপিএলের সবশেষ মৌসুমে মোহামেডানের হয়ে খেলেছিলেন।
শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে নতুন ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাধলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে ২ বছরের চুক্তি করেছেন তিনি।
আজ সন্ধ্যায় বিজয় দিবসের অনুষ্ঠানে শেখ জামাল ক্লাবে উপস্থিত হয়েছিলেন সাকিব। সেখানে ক্লাবের নতুন ইনডোর উদ্বোধন করেছেন তিনি। সে সময় নিজেই জানান নতুন চুক্তির কথা।
ডিপিএলে সবশেষ তিন মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন সাকিব। মাঝে ২০২১-২২ মৌসুমে মোহামেডান সুপার সিক্সে উঠতে না পারায় লিজেন্ড অব রূপগঞ্জের জার্সিতে সাকিব খেলেছিলেন। পরের মৌসুমে আবারও মোহামেডানের জার্সিতে চার ম্যাচ খেলেছিলেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ