ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েদের উন্নতি

প্রকাশনার সময়: ১৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৫

ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। যেখানে ১৪২ থেকে ১৪০ নম্বরে উঠে এসেছেন লাল সবুজের মেয়েরা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সবশেষ ফিফার হালনাগাদে এই উঠে এসেছে।

চলতি মাসে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। র‍্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা দলকে স্রেফ উড়িয়ে দিয়েছেন সাবিনা খাতুনের দল। ঘরের মাঠে প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানের পর সবশেষ ম্যাচে ৮-০ গোলের জয় পেয়েছে লাল সবুজের মেয়েরা।

এমন দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৪২ থেকে ১৪০ নম্বরে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা।

ফিফা র‍্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশের ওপরে আছে শুধু ভারত ও নেপাল। যেখানে ১০৫ র‍্যাঙ্কিংয়ে থাকা নেপালের বিপরীতে ৬৫ নম্বরে আছে ভারত। ভারত এগিয়ে থাকলেও আগের র‍্যাঙ্কিং থেকে চার ধাপ পিছিয়েছে। ভারতের সর্বশেষ র‍্যাঙ্কিং ছিল ৬১।

অন্যদিকে, প্রথমবারের মতো ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের মেয়েরা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মেয়েরা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ