ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশনার সময়: ১৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৫০ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩, ১৯:১৪

১৯৯ রানের সাদামাটা পুঁজি দাঁড় করাতে পেরেছিল শ্রীলঙ্কার যুবারা। জবাবে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেন আশিকুর রহমান শিবলী। ৬ উইকেটের বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশের যুবারা।

দুবাইয়ের ম্যাচে ওয়াসি সিদ্দিক, মাহফুজুর রহমান রাব্বি ও মারুফ মৃধারা নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯৯ রানে আটকে ফেলেন শ্রীলঙ্কার যুবাদের। ৩২ রানে ৩ উইকেট নেন ওয়াসি সিদ্দিক, মাহফুজুর ও মারুফ নেন ২টি করে উইকেট।

রান তাড়ায় প্রথম ওভারে আউট হন জিসান আলম। কিন্তু আশিকুর রহমান শিবলি ও চৌধুর মোহাম্মদ রিজওয়ানের ৭৪ রানের দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর ধাক্কা কাটিয়েও ওঠে বাংলাদেশের যুবারা। ৩২ রান করে রিজওয়ান আউট হলেও আরিফুল ইসলাম ও আহরার আমিদের কিছুটা সহায়তায় দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েই মাঠ ছেড়েছেন আশিকুর। ১৩০ বলে ১১টি চার এবং ২ ছক্কায় সেঞ্চুরিটি সাজিয়েছেন তিনি।

আশিকুরের শতরানে শ্রীলঙ্কার রান ৫৫ বল বাকি থাকতে ছাড়িয়ে গেছে বাংলাদেশের যুবারা। বিশাল এ জয়ে গ্রুপ ‘বি’র সেরা হয়েই সেমিফাইনাল খেলবে তারা।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ