নভেম্বর মাসের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘প্লেয়ার অব দা মান্থ’নির্বাচিত হলেন বাংলাদেশ নারী দলের নাহিদা আক্তার। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।
সোমবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপির মাধ্যমে নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। সেই বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
অক্টোবর মাসেও আইসিসির মাস সেরা নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিলেন নাহিদা। সেবার ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউসের কাছে হেরে যান বাঁহাতি এই স্পিনার। তবে নভেম্বর মাসে আর খালি হাতে ফিরতে হয়নি প্রমীলা এই স্পিনারকে। পাকিস্তানের সাদিয়া ইকবাল এবং স্বদেশি ফারজানা হক পিংকিকে টপকে নভেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাহিদা।
মাসের সেরা ক্রিকেটার হওয়ায় নাহিদা আক্তার বলেন, ‘এই মুহূর্তটা অবশ্যই উদযাপন করতে চাই। ক্রিকেট বোদ্ধাদের এতো বড় প্যানেলের মাধ্যমে স্বীকৃতি পাওয়া এবং আইসিসির মাস সেরা নারী ক্রিকেটার হওয়া অবশ্যই দারুণ কিছু। এটা আমার জন্য অনুপ্রেরণা এবং নিজেকে আরও এগিয়ে নিতে দারুণ উৎসাহ জোগাবে।'
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ