ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

মিরপুর টেস্ট: তৃতীয় দিনের খেলা শুরু দুপুর ১২টায়

প্রকাশনার সময়: ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:৩৮

মিরপুর টেস্টের তৃতীয় দিনও আবহাওয়ার অবস্থা খুব বেশি ভালো নয়। তবে গুঁড়িগুঁড়ি বৃষ্টি থেমেছে। আজ শুক্রবার দুপুর ১২টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। বেলা ১১টায় আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করে এ সিদ্ধান্ত জানান। দ্বিতীয় দিনের মতো আজও খেলা শুরুর কথা ছিল সকাল ৯টা ১৫ মিনিটে। কিন্তু ওই সময় হালকা বৃষ্টি ঝরতে থাকায় পিচ কাভার দিয়ে ঢাকা ছিল। ৯টা ২০ মিনিট থেকে কাভার সরিয়ে মাঠ প্রস্তুতের কাজ শুরু হয়।

গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিন ভেসে গেছে বৃষ্টিতে। সারা দিনে স্টেডিয়ামের কাভার সরানোর সুযোগ হয়নি। খেলোয়াড়রা মাঠে এলেও বেশির ভাগই সময় পার করেছেন ড্রেসিংরুমে। এর আগে টেস্টের প্রথম দিনে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মিরপুরের স্পিন স্বর্গে নিউজিল্যান্ডের স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ।

ছোট ছোট জুটি গড়ে ১৭২ রানে করে অলআউট হয় নাজমুল হোসেনের দল। কিন্তু শেষ বিকেলে বল হাতে নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিংয়েও ধস নামান বাংলাদেশ দলের স্পিনাররা। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজের সামনে তালগোল পাকিয়ে ৫৫ রান তুলে তাই ৫ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড।.

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ