ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কোপা আমেরিকায় কঠিন সূচি আর্জেন্টিনার 

প্রকাশনার সময়: ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫১

কোপা আমেরিকায় আরও একবার নিজেদের পুরোনো শত্রুর মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি। ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে চিলির বিপক্ষে পেনাল্টি মিস করে অঝোরে কেঁদেছিলেন মেসি। এর ঠিক আগের বছরেও এই চিলির বিপক্ষেই ফাইনালে হেরেছিলেন তিনি। চিলির ফুটবলে সেই স্বর্ণালী সময় না থাকলেও এখন পর্যন্ত বেশ সমীহ জাগানো এক দল তারা।

২০২৪ কোপা আমেরিকার সূচিতে গ্রুপ অব ডেথে দেখা যাবে আর্জেন্টিনাকে। ‘এ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ পেরু, চিলি এবং কনকাকাফ বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। সম্ভাব্য সেই প্রতিপক্ষ হতে পারে কানাডা কিংবা ত্রিনিদাদ এন্ড টোবাগো।

৪৮তম এই আসরের শুরুর ম্যাচেই কেবল সহজ প্রতিপক্ষ পেতে পারে আর্জেন্টিনা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২০ জুন তারা কানাডা বা ত্রিনিদাদ এন্ড টোবাগোর মুখোমুখি হবে। কানাডা অবশ্য কনকাকাফ অঞ্চলে বেশ শক্তিশালী এক দল। ২০২২ বিশ্বকাপেও অংশ নিয়েছে তারা। আছে র‍্যাঙ্কিংয়ের ৪৮তম স্থানে।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ