ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

আইসিসির মাস সেরার দৌড়ে দুই বাংলাদেশি

প্রকাশনার সময়: ০৭ ডিসেম্বর ২০২৩, ১৭:১৭ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩, ১৯:০৪

আইসিসি নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটারের নির্বাচনের জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। যেখানে বাংলাদেশ জাতীয় নারী দলের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও ফারজানা হক মনোনয়ন পেয়েছেন। তালিকায় দুই বাংলাদেশির সঙ্গে রয়েছেন পাকিস্তানের সাদিয়া ইকবাল।

নভেম্বরে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। যেখানে তিন ম্যাচের সেই সিরিজে ১৪.১৪ গড়ে ৭ উইকেট শিকার করেছেন নাহিদা। সেই পারফরম্যান্সের কারণেই এই তালিকায় স্থান পেয়েছেন ২৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার।

তালিকায় থাকা আরেক বাংলাদেশি ফারজানা সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। তিন ম্যাচে ৩৬.৬৬ গড়ে করেন ১১০ রান।

অপরদিকে, মনোনীত ক্রিকেটার পাকিস্তানের সাদিয়া ইকবাল সেই সিরিজে বল হাতে দারুণ ছিলেন। যেখানে ১২.৫০ গড়ে ৬ উইকেট শিকার করেছেন ২৮ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার।

এদিকে, পুরুষদের ক্রিকেটে নভেম্বরের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ট্রাভিস হেড, মোহাম্মদ শামি ও গ্লেন ম্যক্সওয়েল।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ