ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা 

প্রকাশনার সময়: ০৭ ডিসেম্বর ২০২৩, ১৪:১২ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩, ১৪:২২

ঢাকা টেস্টের প্রথম দিনে মাথায় মেঘ নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড। তবে সেদিন খেলা হয়েছে প্রায় পুরো দিনই। শেষ বিকেলে এসে আলোক স্বল্পতায় খেলা বন্ধ হলেও বৃষ্টি হানা দেয়নি। তবে দ্বিতীয় দিনে এসে মিরপুরে খেলেছে শুধুই বৃষ্টি, নীরব দর্শক ছিলেন ক্রিকেটাররা! আজ কোনো বল মাঠে গড়ানোর আগেই দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা। আজ বৃহস্পতিবার সকালে ছিল আরেকটু বেশি।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শুরু হতে যে বেশ দেরি হবে, সেটি বলেই দেওয়া যায়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের খেলাও বন্ধ হয়েছিল কিছুটা আগে। আলোক স্বল্পতার কারণে আগে শেষ হয়। পরদিন সকাল থেকে বৃষ্টিতে খেলাই শুরু হচ্ছে না। প্রথম দিনের খেলায় ছিল বোলারদের দাপট।

প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়ে যায় স্রেফ ১৭২ রানে। এই রানেই অবশ্য লিডের স্বপ্ন দেখছে স্বাগতিকরা। ৫৫ রানেই সফরকারীদের ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ