ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

কোটি টাকার অ্যাকাডেমি চ্যাম্পিয়নশিপ করছে বাফুফে

প্রকাশনার সময়: ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:০৫ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:১৩

প্রায় কোটি টাকার অ্যাকাডেমি চ্যাম্পিয়নশিপ করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফার ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে এ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।

সবকিছু ঠিক থাকলে ১৮ ডিসেম্বর শুরু হবে অনূর্ধ্ব-১৫ এই টুর্নামেন্ট। যেখানে অংশ নেবে বাফুফের নিবন্ধিত সাড়া দেশের ১৭০টি একাডেমি। এই ১৭০ অ্যাকাডেমির মধ্যে এক তারকা ১৫০টি ও দুই তারকা ২০টি। দেশের ২৪ জোনে হবে খেলা। তারপর বাছাই শীর্ষ ১২ অ্যাকাডেমিকে নিয়ে চূড়ান্ত পর্ব।

চূড়ান্ত পর্ব হবে সেন্ট্রাল ভেন্যুতে। ঢাকাতেই শিরোপা নির্ধারণী পর্ব হওয়ার সম্ভাবনা বেশি। এ টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে বাফুফে বয়সভিত্তিক দলগুলো আরও শক্তিশালী হবে।

বাফুফে সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে টুর্নামেন্টের বাজেট ৮০ লাখ টাকার মতো। তবে ধারণা করা হচ্ছে, কোটি টাকার মতো ব্যয় হতে পারে দেশব্যাপী টুর্নামেন্ট আয়োজন করতে। পুরো খরচই দেবে ফিফা।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ