ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কোন কোন শহরে হবে কোপা আমেরিকার ম্যাচ?

প্রকাশনার সময়: ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:১৬

দক্ষিণ আমেরিকান ফুটবলের আঞ্চলিক শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। কথাটা এতদিন সত্য হলেও এবার তাতে কিছুটা ভিন্নতা আনা যেতেই পারে। প্রতিযোগিতার ব্যাপ্তি আর ধরণ বদল করতে, সেইসঙ্গ এ ২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে ১০ দলের কোপা আমেরিকা এবার হচ্ছে ১৬ দল নিয়ে। আর তাতে কনমেবল অর্থাৎ দক্ষিণ আমেরিকার সঙ্গে যুক্ত হচ্ছে কনকাকাফ মানে উত্তর আমেরিকাও।

আগেই গুঞ্জন শোনা গিয়েছিল আর্জেন্টিনার কিংবদন্তী বনে যাওয়া লিওনেল মেসির বর্তমান শহর মায়ামিতেই হবে ২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনাল। শেষ পর্যন্ত সেটাই সত্য হলো। তবে মেসির ইন্টার মায়ামি ভেন্যু ড্রাইভ পিংক স্টেডিয়ামে না, ফাইনাল হবে মায়ামির আইকনিক হার্ড রক স্টেডিয়ামে। কোপা আমেরিকার আয়োজক সংস্থা কনমেবল এরই মধ্যে ঘোষণা দিয়েছে টুর্নামেন্ট শুরু হবে আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে। সোমবার এর সঙ্গে অন্যান্য ভেন্যুর নামও প্রকাশ করেছে সংস্থাটি। জানানো হয়েছে টুর্নামেন্টের অন্যান্য দিন-তারিখও। সে অনুযায়ী, চার সপ্তাহ ধরে মাঠে গড়াবে কোপা আমেরিকার ৪৮তম আসর। আগামী বৃহস্পতিবার যার গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ