ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কঠিন শাস্তি পাচ্ছেন দেশের ৬ আম্পায়ার

প্রকাশনার সময়: ০৪ ডিসেম্বর ২০২৩, ২২:০৭ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩, ২২:১৮

সদ্য সমাপ্ত জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) আম্পায়ার নিয়ে কোচ-ক্রিকেটারদের বিস্তর অভিযোগ ছিল। সিলেট বিভাগের প্রধান কোচ সাবেক ক্রিকেটার রাজেন সালেহ তো সামাজিক যোগাযোগমাধ্যমে সোজা বলেই দিয়েছিলেন ‘অতীব নিম্নমানের আম্পায়ারিং'।

৬ আম্পায়ার হলেন- সাইয়েদ মোজাহিদুজ্জামান স্বপন, মোহাম্মদ ওয়াহিদ, জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম জুয়েল, শাফিউদ্দিন আহমেদ বাবু ও আসাদুর রহমান।

এবার এনসিএলে আম্পায়ারিং নিয়ে এমন আলোচনা-সমালোচনার মাঝে একটি তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটি। তদন্ত শেষে আম্পায়ারদের বেশ কয়েকটি ভুল সিদ্ধান্তের বিষয়ে সত্যতা মিলেছে।

ভুল সিদ্ধান্ত দেওয়া ৬ আম্পায়ারকে চিহ্নিত করে ইতোমধ্যে তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুরুতেই বড় শাস্তির দিকে যাচ্ছে না আম্পায়ার্স কমিটি। তাদেরকে পদাবনতি দিয়ে স্কুল ও তৃতীয় বিভাগ ক্রিকেটে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আম্পায়ার্স কমিটি।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ