সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচই জিতেছেন সাবিনারা। প্রথম ম্যাচে ৩-০ আর আজ সোমবার দ্বিতীয় ম্যাচে ৮-০ গোলে জিতেছে বাংলাদেশ।
আজই শেষ ম্যাচ ছিল বাংলাদেশের নারী ফুটবল দলের।
বছরব্যাপী নানা ঘটনায় থাকা নারী ফুটবলের সমাপ্তিটা হয়েছে অসাধারণ। সফরকারী সিঙ্গাপুরের জালে দুই ম্যাচে ১১ বার বল পাঠিয়েছে বাংলাদেশ। আজ ৭ গোলের মধ্যে জোড়া গোল করেন তহুরা খাতুন ও ঋতুপর্ণা চাকমা। একটি করে গোল রয়েছে অধিনায়ক সাবিনা খাতুন, সানজিদা আক্তার, বাংলাদেশি বংশোদ্ভত সুমায়া মাতসুমি ও জুনিয়র শামসুন্নাহারের।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ