ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অধিনায়ক সাউদিকে তুলে নিয়ে তাইজুলের ৫ উইকেট

জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
প্রকাশনার সময়: ০২ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪

বিশ্বকাপে ভরাডুবির পর নতুন শুরুর আশায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নামে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচেই নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বাধীন দলটি স্মরণীয় জয়ের দৃশ্যপট তৈরি করে রেখেছে। একটু আক্রমণাত্বক খেলার চেষ্টা করছিলেন টিম সাউদি। সেই মানসিকতা থেকেই শর্ট মিড উইকেটে জাকির হাসানকে ক্যাচ দিয়ে ফিরলেন নিউজিল্যান্ড অধিনায়ক। ২ ছক্বা ও ১ চারে ২৪ বলে ৩৪ রানে ফিরলেন সাউদি।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া তাইজুল দ্বিতীয় ইনিংসে এ নিয়ে পেলেন ৫ উইকেট। টেস্টে ১২তমবার ইনিংসে ৫ উইকেট পেলেন তাইজুল। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে এই প্রথম ৫ উইকেট পেলেন তাইজুল। সিলেটে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে হার এড়াতে লড়ছে নিউজিল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুদিন ম্যাচে সমানে সমানে লড়াই হলেও তৃতীয় দিন থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিক বাংলাদেশ।

প্রথম ইনিংসে টাইগাররা ৩১০ রানের পর কিউইরা অলআউট হয় ৩১৭ রানে। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক শান্তর শতকে বাংলাদেশ ৩৩৮ রান করলে কিউইদের লক্ষ্য দাঁড়ায় ৩৩২ রানের। ৩৩২ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ১১৩ রান করে দিন শেষ করে কিউইরা। আজ শনিবার শেষ দিনে ম্যাচ বাঁচাতে লড়ছে নিউজিল্যান্ড। আর মাত্র একটি উইকেটে পড়লেই জিতে যাবে বাংলাদেশ।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ